সময় বদলাচ্ছে তাই কেবল কমদামের কমিউটার বাইক নয় দেশের বাজারে স্পোর্টস বাইকের চাহিদাও বেড়ে চলেছে। এইসব মোটর বাইক আকর্ষণীয় ডিজাইন ও অপ্রতিরোধ্য গতির কারণে বহু তরুণ ও যুবকদের কাছে স্বপ্নে পরিণত হয়েছে। আর এই জনপ্রিয়তার কথা মাথায় রেখে সস্তায় দুর্ধর্ষ বাইক আনতে চলেছে APRILIA. জানা যাচ্ছে এবার এপ্রিলিয়া আনতে চলেছে তাদের
এক নতুন স্পোর্টস বাইক যার নাম APRILIA RS440. বহুদিন ধরেই বেশ চর্চায় ছিল এই নামটি। আর সম্প্রতি সংস্থা অবশেষে বহুল প্রত্যাশিত RS440 এর জন্য একটি টিজার ড্রপ করেছে। এখনো পর্যন্ত সম্পূর্ণ তথ্য সামনে আসেনি তবে যে তথ্য সামনে এসেছে তাতে ধারণা করা হচ্ছে এটি প্রকৃতপক্ষে কোম্পানির Sub 500cc sport Bike. ২০২৩ সালের গোড়ার দিকে ভারতীয় টার্ফে এগুলি প্রথম প্রকাশিত হয়েছিল।
APRILIA RS440- বৈশিষ্ট্য: ডিজাইনের কথা বললে এতে আন্ডারবেলি এগজস্টের দেখা মিলেছে যা ডিজাইনের শোভা অনেকাংশে বাড়িয়েছে। এ তো গেল আউটলুকের কথা, পাশাপাশি দেওয়া হয়েছে শক্তিশালী ইঞ্জিনও। দেখা গেছে বাইকটির টেল এন্ড আলাদা, রয়েছে স্প্লিট সিট। জুম করলেও দেখা যাবে এটির ট্যাংক এবং উইন্ডস্ক্রিন RS660 থেকে আলাদা। এক কথায় এটি মিড ওয়েট স্পোর্ট বাইকের একটি বিশেষ সংস্করণ।
তবে APRILIA RS440 এর সবথেকে বড় বিশেষত্ব এর ভারতে তৈরি TVS Eurogrip ProTorq Extreme টায়ারের সেট।
লঞ্চের সময়কাল- এই নতুন স্পোর্টস বাইকের সম্পূর্ণ বিবরণ জানতে আরো কিছুটা ধৈর্য ধরতে হবে। কারণ ৭ সেপ্টেম্বর ২০২৩-এ প্রকাশিত হবে এর সম্পূর্ণ বিশদ বিবরণ। তবে হ্যাঁ আশা করা হচ্ছে এটিকে প্রথমে ইউরোপীয় এবং ব্রিটিশ বাজারের লঞ্চ করা হবে তারপর এটি ভারতে আসবে। আর এই বাইকটি লঞ্চ হলে তা যে KTM RC390, Ninja 400, Yamaha R3 মোটরবাইক গুলির প্রতিপক্ষ হয়ে উঠবে তা বলাই বাহুল্য।
ইঞ্জিন- সম্ভাবনা বলছে বাইকটিতে এগিয়ে চলার শক্তি যোগাতে ৪৪০ সিসি প্যারালাল ইঞ্জিন দেওয়া হযতে পারে যা থেকে শক্তি উৎপন্ন হয় 40 বিএইচপি। অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে এতে উপস্থিত থাকতে পারে স্লিপার ক্লাচ, কুইক শিফ্টার, রাইড বাই ওয়্যার, ডুয়েল চ্যানেল এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল ইত্যাদি। আশা করা হচ্ছে ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার অফার করা হবে এতে।
Leave a Reply