বাজাজ একটি বিশস্ত বাইক সংস্থা যারা ভারতে দীর্ঘদিন ধরে নতুন নতুন মডেল নিয়ে আসছে এবং তা পছন্দ হয়ে উঠছে গ্রাহকদের। তাদের মডেলগুলিতে থাকে একাধিক ফিচার্স, দুর্দান্ত পারফর্মেন্স ও আকর্ষণীয় ডিজাইন। যার ফলে তা হয়ে ওঠে জনপ্রিয়। এসবের পরেও দাম নিয়ে বেশ সতর্ক সংস্থা। গ্রাহকদের সার্মথ্যের মধ্যে দাম রাখা হয় যার ফলে তা গ্রাহক পছন্দের পর বাড়ি নিয়ে যেতেও পারবেন।
তেমনই এই সংস্থার একটি বাইক হল বাজাজ পালজার। এবার এই মডেলটির আপডেটেড ভার্সন নিয়ে আসা হচ্ছে। নতুন মডেলটির নাম হবে বাজাজ পালসার এনএস২৫০। যদিও এখনও বাজারে হাজির হয়নি বাইকটি তবে খুব শীঘ্রই আসতে চলেছে। তবে এই বাইকটি যদি কিনতে চান তবে তার আগে জেনে নিন বাইকের সমস্ত খুটিনাটি। যেহেতু এখনও বাজারে লঞ্চ হয়নি তাই বেশ কিছু জিনিস অনুমানের উপর নির্ভর করছে।
বাইকে থাকতে পারে ১৭ ইঞ্চি ডায়মন্ড পাট অ্যালয় হুইল, সামনের ও পিছনের চাকায় ডিস্ক ব্রেক, বাইকের সামনে ইউএসডি ফ্রন্ট ফর্ক, ডুয়াল চ্যানেল এবিএস। বাইকের ডাইমেনশন থাকতে পারে ১৩৫১ মিলিমিটার। বাইক থেকে সিটের হাইট বেশি নয়। বাইকে থাকবে ইঞ্জিন।
আর ইঞ্জিনটি হতে পারে ২৪৮.৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এটি একটি লিকুইড কুল্ড ইঞ্জিন। ইঞ্জিনটি সর্বোচ্চ ৩১ পিএস শক্তি ও ২৭ এনএম টর্ক উৎপন্ন করে। এছাড়া এতে থাকবে ৬ স্পীড গিয়ারবক্স। সব মিলিয়ে বাইকের দাম হতে পারে ১.৬০ লক্ষ টাকা থেকে ১.৭০ লক্ষ টাকা যা এক্স শোরুম মূল্য।
Leave a Reply