September 27, 2023, 5:04 am
উৎসব মানেই নতুন দু’চাকা বা চার চাকার সমাহার। আসলে বিভিন্ন উৎসবকে লক্ষ্য করে অটোমোবাইল সংস্থাগুলি তাদের নতুন যানবাহন লঞ্চ করে। শীঘ্রই বেশ কয়েকটি কয়েকটি বাইক বাজারে আসতে চলেছে। সেগুলো সম্পর্কেই আলোচনা করবো আজকের প্রতিবেদনে।
River Indie Electric Scooter- ইতিমধ্যেই এই স্কুটারটি লঞ্চ হয়ে গিয়েছে। তবে সেটির ডেলিভারি শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে। এই স্কুটারে ১২০ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে সম্পূর্ণ চার্জে। যেখানে সর্বাধিক গতি থাকবে ৯০ কিলোমিটার প্রতি ঘন্টা। জানা যাচ্ছে এই স্কুটারের দাম শুরু হবে ১.২৫ লক্ষ টাকা থেকে।
TVS Apache RTR 310- আগামী ৭ই সেপ্টেম্বর এই বাইকটি লঞ্চ করা হবে। যেখানে থাকবে ৩১০ সিসির ইঞ্জিন, এলইডি লাইটিং-সহ একাধিক দুর্দান্ত ফিচার্স। এই স্পোর্টস বাইকটি সম্পর্কে আরও তথ্য জানতে আর কিছুদিন অপেক্ষা করতে হবে গ্রাহকদের। আনুমানিক এই বাইকটির দাম শুরু হতে পারে ২.২০ লক্ষ টাকা থেকে।
Royal Enfield Himalayan 450- খুব শীঘ্রই গ্রাহকদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। কারণ, খুব সম্ভবত আগামী ১লা অক্টোবর এই বাইকটি লঞ্চ হতে পারে। যেখানে থাকবে ৪৫০ সিসির ইঞ্জিন, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডুয়াল চ্যানেল এবিএস সিস্টেম, স্মার্টফোন কানেকশন, এলইডি লাইট ইত্যাদি। এই বাইকের দাম হবে ২.৬০ থেকে ২.৭০ লক্ষ টাকা।
2024 KTM 390 Duke- এই বাইকের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। যেখানে থাকবে ৩৭৩.২ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা দুর্দান্ত পারফর্ম্যান্স দেবে। এছাড়া এতে থাকবে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডুয়াল চ্যানেল এবিএস সিস্টেম, এলইডি লাইটিং ইত্যাদি। এই বাইকটির দাম থাকতে পারে ৩.৩০ লক্ষ টাকার মতো।
#KTM #Duke #থক #TVS #উৎসবর #মরশম #যসব #বইকসকটর #ঝড় #তলত #আসছ #রইল #ডটলস #Newshost24 #Safar
Leave a Reply