মাত্র তিন বছর বয়সে হয়েছিল ক্রিকেটের হাতেখড়ি.. ক্রিকেট কি সেই জিনিস বোঝার বয়স না হলেও ব্যাট হয়ে উঠেছিল তার ভালোবাসা। আর ছেলের ক্রিকেটের প্রতি এমন আগ্রহ দেখেই বাবা তাকে ন’ বছর বয়সেই ভর্তি করে দেন দিল্লির ক্রিকেট একাডেমিতে। এরপর রাজ কুমার শর্মার কোচিংয়ে নিজেকে তৈরি করেন ওই ছোট্ট ছেলে। আর স্বপ্নের পথ চলতে চলতে বর্তমানে তিনি সারা ভারত তথা বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্যাটসম্যান… বলা হচ্ছে ক্রিকেট জগতের অন্যতম নাম বিরাট কোহলি। ক্রিকেট জগতে বিরাট কোহলির জনপ্রিয়তার কথা সকলের জানা।
কিন্তু জানেন তার ব্যক্তিগত জীবনে তিনি কত সম্পত্তি গড়েছেন! তার কালেকশনে কি কি আছে? স্টক গ্রো নামের এক সংস্থার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিরাট কোহলি সম্পত্তির পরিমাণ এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে বর্তমানে যা সর্বোচ্চ। কেবল ক্রিকেট নয় একাধিক স্টার্টআপ এর বিনিয়োগ থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন সাথে সোশ্যাল মিডিয়া তার আয়ের সোর্স। আর সেখান থেকেই তিনি গড়ে তুলেছেন তার সাম্রাজ্য গাড়ি বাড়ি।
আজকের প্রতিবেদনে রইল তার গাড়ির কালেকশনের কথা।
২২ গজে যেমন দাপট তার তেমনি গাড়ি কালেকশনে। ঝা চকচকে সুপার লাক্সারী স্পোর্টস কার চালান তিনি। গ্যারেজে শোভা পায় অডি থেকে bmw. এই তালিকার মধ্যে রয়েছে অন্যতম বিলাসবহুল চার চাকার গাড়ি AUDI Q7 যাতে রয়েছে তিন লিটার সিক্স সিলিন্ডার ইঞ্জিন সঙ্গে আট স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। গাড়িটির সর্বোচ্চ গতি ঘন্টায় ২৫০ কিমি। বাজারে গাড়িটির দাম ৭২ থেকে ৮০ লাখ টাকা। আরো বেশ কয়েকটি AUDI রয়েছে তার গ্যারেজে। তার গ্যারেজে যতগুলি গাড়ি রয়েছে তার মধ্যে সবচেয়ে দ্রুতগতির গাড়ি AUDI R8 LMX.
এই সুপার কার এর দাম 2.97 কোটি টাকা। গোটা পৃথিবীতে এই গাড়ির ৯৯ টি ইউনিট রয়েছে যার মধ্যে একটির মালিক বিরাট। সর্বোচ্চ ৩২০ কিমি প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারেAUDI R8 LMX. রয়েছে ১.৯৮ কোটি দামের সুপার পাওয়ার ফুল A8W12. এগুলি ছাড়াও রয়েছে বিলাসবহুল আরো কয়েকটি গাড়ি Land Rover vogue, Bentley Flying spur, Bentley continental GT, TOYOTA FORTUNER, RENAULT DUSTER. বিরাট কোহলির মূল্যবান সম্পদের মাঝে এগুলি এক ঝলক কেবল।
Leave a Reply