September 27, 2023, 6:18 am
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো ইতিমধ্যে মন জয় করে নিয়েছে দেশের গ্রাহকদের। সাধ্যের মধ্যে দামের সাথে অনন্য ডিজাইন হাই রেজুলেশন ক্যামেরা হাই স্পিড পারফরম্যান্স প্রযুক্তির দারুন ব্যবহার এবং দুর্দান্ত ফিচার্স এই কোম্পানির ফোন গুলিকে করে তুলেছে জনপ্রিয়।
আর সম্প্রতি এই সংস্থা ১৭তারিখ চীনের বাজারে লঞ্চ করল তাদের নয়া ফোন Vivo Y78+(T1). মিডরেঞ্জের এই ফোনের প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ১৮,২৫০ টাকা। আর বাজেট ফ্রেন্ডলি দামের মধ্যেই ফোনটিতে অফার করা হচ্ছে একাধিক অত্যাধুনিক ফিচার্স।
তবে আজকে আমরা কথা বলব Y77t-এর। সম্প্রতি Y77 সিরিজের অধীনেও স্মার্টফোন লঞ্চ করেছে ভিভো যার নাম Y77t. এতে রয়েছে mediatake processor, এলসিডি ডিসপ্লে, ডুয়েল রিয়াল ক্যামেরা ও ৫০০০ mah battery.
চলুন আজকের প্রতিবেদনে জেনে নিন Y77t ফোনটি সম্পর্কে বিস্তারিত-
Vivo Y77t
Display- ৬.৬৪ ইঞ্চির full HD+ support যুক্ত আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে।
refresh Rate- 120 হার্টজ
প্রসেসর- অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর।
উল্লেখ্য ফোনটি সর্বাধিক ১২জিবি Ram, 256gb storage offer করবে। আর স্মার্টফোনটি এন্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে কাস্টম Origin OS3 এ চলে।
ক্যামেরা- ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, আট মেগাপিক্সেল সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।
ব্যাটারি- ৫০০০ এমএএইচ ক্যাপাসিটি ব্যাটারি, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত।
দাম- চীনে ৮gb Ram ১২৮ জিবি স্টোরেজ সহ Vivo Y77t এর বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে আনুমানিক ১৬০০০ টাকা। ১২gb Ram ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে আনুমানিক ১৮২৫০ টাকা। তবে ফোনটি ভারতে কবে লঞ্চ হবে সেই সম্পর্কিত এখনো কোন তথ্য মেলেনি।
#LCD #ডসপল #সঙগ #শকতশল #কযমর #কম #দম #নজরকড় #লক #এনটর #নল #Vivo #Y77t #দম #কত #Newshost24 #Safar
Leave a Reply