September 30, 2023, 11:01 am
Lemon Totka : ধনী হতে চান না এমন মানুষ দূরবীন দিয়ে খুঁচলেও খুঁজে পাওয়া যাবে না। সুখী জীবন কাটাতে প্রয়োজন প্রচুর অর্থের। আর সে কারণেই দিন-রাত এক করে কঠোর পরিশ্রম করে চলেছেন সাধারণ মানুষ। তবে এত কিছুর পরেও লাভের লাভ হচ্ছে না সেভাবে। আর তাই অর্থ কষ্ট দূর করতে অনেকেই ছুটে যাচ্ছেন জ্যোতিষীদের কাছে। জ্যোতিষশাস্ত্র মেনেই করছেন নানান কাজ। আসলে অনেক সময় বাস্তু দোষের কারণে হয়না উন্নতি। এমনটাই বলা আছে বাস্তুশাস্ত্রে (Vastu Shastra)। বাস্তুশাস্ত্র মতে, কেবলমাত্র একটি লেবুর ব্যবহারেই ঘুরে যেতে পারে ভাগ্যের চাকা। কীভাবে? জেনে নেওয়া যাক বিস্তারিত।
নানান কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লেবু। এটি যেমন খাবারে স্বাদ আনতে সাহায্য করে, ঠিক তেমনই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও মোক্ষম ভূমিকা পালন করে। আবার সৌন্দর্য বাড়াতেও লেবুর গুরুত্ব অপরিসীম। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, কেবলমাত্র একটি লেবু বদলে দিতে পারে মানুষের ভাগ্য। এমনটাই বলা হয়েছে বাস্তুশাস্ত্রে। কেবলমাত্র যে অর্থ ভান্ডার ফুলে ফেঁপে উঠবে এমনটাই নয়। লেবুর ব্যবহারে দূর হবে অশুভ দৃষ্টি, অশুভ আত্মা সহ নানান বাধা। আর তাই অনেকেই বাড়িতে কিংবা দোকানে লঙ্কা দিয়ে ঝুলিয়ে রাখেন লেবু।
#Lemon #Totka #সমসযয #ভর #জবন #মকত #পত #মন #চলন #লবর #এই #সহজ #টটক
Leave a Reply