বর্তমানে বৈদ্যুতিক যানবাহনের প্রতি মানুষের ঝোঁক ক্রমে বেড়েই চলেছে। আর তাই একের পর এক সংস্থা তাদের কারখানায় তৈরি করছে বৈদ্যুতিক গাড়ি, সাইকেল, স্কুটার। ধীরে ধীরে মানুষ পরিবেশ বান্ধব যানের প্রতি আকৃষ্ট হচ্ছেন। আর তার রয়েছে একটি বিশেষ কারণ। জ্বালানি তেলের উত্তরোত্তর দাম বৃদ্ধির ফলে এই পরিবর্তন দেখা দিয়েছে। একবার টাকা খরচ করে বৈদ্যুতিক যান কিনে নিলে আর নেই কোনো চিন্তা। কারণ তা সারাজীবনের জন্য চিন্তামুক্ত করে। না থাকে জ্বালানির খরচ জোগানোর চিন্তা না অন্য কিছু। শুধু চার্জ শেষ হয়ে গেলে দিতে হবে চার্জ।
তাই এখন অনেকেই স্কুটারের পাশাপাশি বাইক ও বৈদ্যুতিক সাইকেলের প্রতি আকৃষ্ট হচ্ছেন। আজকের প্রতিবেদনে রইল এমনই কিছু বৈদ্যুতিক সাইকেলের বিস্তারিত বিবরণ যেগুলির দাম ৩০ হাজার টাকার কম। প্রতিদিনের যাতায়াতের জন্য আদর্শ এই সাইকেল তা আর বলার অপেক্ষা রাখে না। যেমন শক্তিশালী তার গঠন তেমনই ব্যাটারি পারফরম্যান্স। সব মিলিয়ে চোখ ধাঁধানো ব্যাপার।
EMotorad X1 : তালিকার প্রথম সাইকেলটি হল EMotorad X1। এটিতে রয়েছে ৩৬ ভোল্ট ও ৭.৬৫ এএইচ লিথিয়াম আয়ন রিমুভেবল ব্যাটারি। এটির সঙ্গে রয়েছে ২এ চার্জার। সাইকেলটি সম্পূর্ণ প্যাডেলে ৪০ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। সাইকেলের ব্যাটারি ৮০ শতাংশ চার্জ হতে সময় নেয় ৪ ঘন্টা। এটির দাম ২৪,৯৯৯ টাকা।
Tata Stryder Zeeta : এই সাইকেলে রয়েছে ৩৬ ভোল্ট, ৬ এএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি। সম্পূর্ণ চার্জ দিলে ব্যাটারিটি ৩০ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। সম্পূর্ণ চার্জ হতে ব্যাটারিটি সময় নেয় ৩ ঘন্টা। এই সাইকেলটির দাম ২৬,৯৯৫ টাকা।
Hero Lectro H3 : হিরো গাড়ির বাজারে যেমন জনপ্রিয় তেমনই হিরো সংস্থার সাইকেলও রয়েছে। এবার তাদের সংস্থায় তৈরি বৈদ্যুতিক সাইকেল নিয়ে আলোচনা হবে। আজকের আলোচিত সাইকেলটি হল Hero Lectro H3। এই সাইকেলে রয়েছে IP67 রেটিংযুক্ত ৫.৮ এএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি। সম্পূর্ণ চার্জ হতে ব্যাটারিটি সময় নেয় ৩ থেকে ৪ ঘন্টা। সম্পূর্ণ চার্জে সাইকেলটি ৩০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। এটির দাম ২৮,৪৯৯ টাকা।
Tata Stryder Max : এটিও বেশ জনপ্রিয় কোম্পানির সাইকেল। এটিতে রয়েছে ৩৬ ভোল্ট, ৭.৬ এএইচ ব্যাটারি যা সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে ৩ ঘন্টা। সম্পূর্ণ চার্জে এটি ৩৫ কিলোমিটার রেঞ্জ দেয়। সর্বোচ্চ ২৫ কিমি প্রতি ঘন্টায় ছুটতে পারে। এটির দাম ২৯,৯৯৫ টাকা। এই সাইকেলে রয়েছে পাঁচটি রাইডিং মোড।
Leave a Reply