টাটা মোটরস্ তাদের সিএনজি চালিত টাটা পাঞ্চের আত্মপ্রকাশের মাধ্যমে ভারতীয় SUV বাজারে আনল একটি গেম-চেঞ্জার। এই নতুন মডেলটি শুধুমাত্র Hyundai Exter CNG নয়, Maruti Suzuki Fronx S-CNG-কেও চ্যালেঞ্জ করতে প্রস্তুত৷ তবে এবার জেনে নেওয়া যাক নতুন গাড়িটি সম্পর্কে বিস্তারিত। গাড়িটিতে রয়েছে ১.২ লিটার থ্রী সিলিন্ডার ইঞ্জিন। এটি ৭২.৫ হর্সপাওয়ার ও ১০৩ এনএম টর্ক উৎপন্ন করে।
অপরদিকে Maruti Suzuki Fronx CNG মডেলটিতে রয়েছে ১.২ লিটার ফোর সিলিন্ডার পাওয়ার প্ল্যান্ট যা ৭৬ হর্সপাওয়ার শক্তি ও ৯৮.৫ এনএম টর্ক উৎপন্ন করে। এছাড়া রয়েছে ৫ স্পীড ম্যানুয়াল ট্র্যান্সমিশন। Maruti Suzuki Fronx CNG প্রতি কেজিতে ২৮.৫১ কিলোমিটার রেঞ্জ দেয় যেখানে Tata Punch CNG প্রতি কেজি CNG ২৬.৯৯ কিলোমিটার রেঞ্জ দেয়।
গাড়িটির ফিচার্সে Maruti Suzuki Fronx CNG মডেলে রয়েছে একাধিক ফিচার্স। যেমন ফোল্ডিং ORVM, কি লেস এন্ট্রি, স্টিয়ারিং-মাউন্টেড কন্ট্রোল, অটো ক্লাইমেট কন্ট্রোল, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সহ একটি ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ইএসপি, হিল-হোল্ড অ্যাসিস্ট এবং ডুয়াল এয়ারব্যাগ।
অপরদিকে Tata Punch CNG মডেলে রয়েছে ৭ ইঞ্চি টাচস্ক্রীন ডিসপ্লে, ইনফোটেইনমেন্ট সিস্টেম, অটো হেডল্যাম্প, ১৬ ইঞ্চি ডায়মন্ড কাট অ্যালয় হুইল, ভয়েস এসিস্টেড সানরুফ। নিরাপত্তার জন্য দু’টি মডেলে রয়েছে ডুয়াল এয়ারব্যাগ, এবিএস ও ইবিডি, কর্নার স্ট্যাবিলিটি কন্ট্রোল সহ ইত্যাদি।
দামের কথা বলতে গেলে Maruti Suzuki Fronx CNG মডেলটির দাম ৮.৪১ লক্ষ টাকা থেকে ৯.২৮ লক্ষ টাকা। অপরদিকে Tata Punch CNG মডেলের দাম শুরু ৭.১০ লক্ষ টাকা থেকে ৯.৬৮ লক্ষ টাকা পর্যন্ত।
Leave a Reply