1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
Maruti Suzuki WagonR নাকি Tata Tiago, মাইলেজ-ফিচারসে এই দুই গাড়ির মধ্যে কোনটি কেনা লাভজনক? | Newshost24 Safar - Newshost24

September 27, 2023, 6:02 am

Maruti Suzuki WagonR নাকি Tata Tiago, মাইলেজ-ফিচারসে এই দুই গাড়ির মধ্যে কোনটি কেনা লাভজনক? | Newshost24 Safar

Maruti Suzuki WagonR নাকি Tata Tiago, মাইলেজ-ফিচারসে এই দুই গাড়ির মধ্যে কোনটি কেনা লাভজনক? | Newshost24 Safar

Maruti Suzuki WagonR নাকি Tata Tiago, মাইলেজ-ফিচারসে এই দুই গাড়ির মধ্যে কোনটি কেনা লাভজনক? | Sangbad Safar
Maruti Suzuki WagonR নাকি Tata Tiago, মাইলেজ ফিচারসে এই দুই গাড়ির

বয়স্ক মানুষেরা গাড়ি কেনার ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা করেন সেগুলি হলো আরাম, সুরক্ষা, ফুয়েল ক্যাপাসিটি এবং গাড়িটি যেন সহজেই চালানো যায়। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার হলো অটোমেটিক ট্রান্সমিশন, এবিএস এবং ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম।

আর এই বিষয়গুলিকে গুরুত্ব দিলে যে দুটি গাড়ির নাম সবার প্রথমেই মাথায় আসে সেগুলি হলো ‘Tata Tiago’ এবং ‘Maruti Suzuki WagonR’। এই দুটি সংস্থার গাড়ি গ্রাহকদের প্রধান পছন্দ হয়ে উঠেছে তাদের অত্যাধুনিক ফিচার এবং পকেটসুলভ মূল্যের জন্য। আসুন তাহলে জেনে নেওয়া যাক গাড়িগুলিতে কী কী ফিচার রয়েছে।

Tata Tiago

এই গাড়িতে রয়েছে সুরক্ষা প্রদানকারী ফিচার্স এবং আরামদায়ক সিট। বিশেষ করে সেগুলি বয়স্ক মানুষদের কথা ভেবেই তৈরি করা হয়েছে। এছাড়াও এতে ফ্যুয়েল ক্যাপাসিটি অনেক ভালো।

Tata Tiago XT এবং XT Rytham

এই ভ্যারিয়েন্টগুলিতে ভীষণই প্রয়োজনীয় ফিচার যেমন এবিএস, ব্লুটুথ কানেকশন, বড়ো টাচস্ক্রীন দেওয়া হয়েছে।

Tata Tiago XTA AMT

এতে বয়স্ক নাগরিকদের কথা মাথায় রেখে অটোমেটিক ট্রান্সমিশন যোগ করা হয়েছে।

দাম:

XT: ৬,৩২,০০০ টাকা।
XT Rytham: ৬,৬২,০০০ টাকা
XTA AMT: ৬,৮৭,০০০ টাকা।

Maruti Suzuki WagonR

এই গাড়িতে রয়েছে অটোমেটিক ট্রান্সমিশন যা ঝঞ্ঝাটহীন ড্রাইভিংয়ে ভীষণই সাহায্য করে। এছাড়াও এতে রয়েছে সহজ পার্কিংয়ের সুবিধা। অন্যান্য ফিচার যদি দেখা যায় তাহলে রয়েছে টাচস্ক্রীন ও নেভিগেশন বার। এছাড়াও এই গাড়িতে উল্লিখিত গাড়িগুলির মধ্যে সবথেকে বেশি মাইলেজ পাওয়া যাবে। তবে কিছু আধুনিক ফিচার এই গাড়িতে নেই। যেগুলি হলো এবিএস, ব্লুটুথ কানেকশন ইত্যাদি।

Maruti Suzuki WagonR VXI AT এবং ZXI AT এই গাড়িতে দেওয়া হয়েছে অটোমেটিক ট্রান্সমিশন। Maruti Suzuki WagonR ZXI Plus

এতে ম্যানুয়াল ট্রান্সমিশন থাকলেও গাড়িটিকে আকর্ষণীয় করে তুলেছে গাড়ির পকেটসুলভ মূল্য।

দাম:
VXI AT: ৬,৫৪,০০০ টাকা।
ZXI Plus: ৬,৭৫,০০০ টাকা।
ZXI AT: ৬,৮৩,০০০ টাকা।

সব বিষয়গুলি যাচাই কর যদি আমরা ৩টি ভ্যারিয়েন্ট বেছে নিই, সেগুলি হবে ‘Maruti Suzuki WagonR VXI AT’, ‘Tata Tiago XTA AMT’, এবং ‘Maruti Suzuki WagonR ZXI Plus’। কারণ, এই ৩টি গাড়িতে সেই সমস্ত পরিষেবা দেওয়া হয়েছে যেগুলি বয়স্ক মানুষের প্রয়োজন। চালানোর সুবিধা, মাইলেজ এবং সুরক্ষা সবকিছু মিলিয়ে বয়স্ক মানুষদের এই গাড়িগুলি ভীষণই আকৃষ্ট করে।


#Maruti #Suzuki #WagonR #নক #Tata #Tiago #মইলজফচরস #এই #দই #গড়র #মধয #কনট #কন #লভজনক #Newshost24 #Safar

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews