September 27, 2023, 6:00 am
আমাদের আশেপাশে এমন বহু মানুষ রয়েছেন যারা ধাঁধা সমাধান করতে ভীষণ ভালোবাসেন। ঘন্টার পর ঘন্টা ধাঁধা সমাধান করেই দিন পার করে দেন তারা। আর সে কারণেই সাধারণ মানুষের কথা চিন্তা করে সোশ্যাল মিডিয়া তথা মিডিয়ায় নিত্যদিন প্রকাশ্যে আসে নানান ধরনের ব্রেইন টিজার (Brain Teaser) বা ধাঁধা সমাধানের খেলা। ধাঁধা আবার অনেক রকমের। তবে সবচেয়ে জনপ্রিয় হল দেশলাই কাঠির ধাঁধা (Matchstick Puzzle)।
দেশলাই কাঠির ধাঁধাগুলি মূলত এমনভাবেই সাজানো হয় যা রীতিমতো ভাবিয়ে তোলে সাধারণকে। আপনিও যদি জটিল ধাঁধার সমাধান করতে ভালোবাসেন তাহলে আজকের প্রতিবেদনটি শুধুমাত্র আপনার জন্য।
Newshost24.com নিত্যদিন আপনাদের জন্য নিয়ে আসে নানান ধরনের অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা ব্রেন টিজার (Brain Teaser) খেলা। আজও চলে এসেছি আমরা। তবে অন্যান্য দিনে তুলনায় আজকের খেলাটি একটু কঠিন। আজকের এই খেলার সমাধান করার জন্য তীক্ষ্ণ দৃষ্টির প্রয়োজন নেই বরং প্রয়োজন রয়েছে বুদ্ধির।
Today’s Matchstick puzzle
আজকের প্রতিবেদনে যে অঙ্কটি দেওয়া হয়েছে সেটি হল 2+6=1। কী? প্রশ্ন দেখেই মাথা ঘুরে গেল? ভাবছেন হয়তো এটা কীভাবে সম্ভব? আসলে এই অঙ্কটা ভুল রয়েছে। সঠিক উত্তরটা দিতে হবে আপনাকে। এর জন্য সময় দেওয়া হলো মাত্র 12 সেকেন্ড।
সময় প্রায় শেষের দিকে
5
4
3
2
1
সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।
সমস্যা, 2+6=1
সমাধান, 2+5=7
সময়ের মধ্যে যারা উত্তর দিতে পারেননি তাদের জন্য অঙ্কটির সরলীকরণ করে দেখিয়ে দেওয়া হল।
প্রথমেই তাকান ছবির বাঁদিকে, দেখুন লেখা আছে 2+6 এবং ডান দিকে লেখা আছে 1। এই ছবি সমাধান করার জন্য খুব একটা বেশি খাটতে হবে না। কেবলমাত্র স্থান পরিবর্তন করতে হবে 1 টি দেশলাই কাঠির। এখন বাঁদিকের সংখ্যাটির সঙ্গে ডানদিকে সংখ্যাটিকে যদি মিলিয়ে দিতে হয় তাহলে 6 সংখ্যাটিকে করতে হবে 5। এবং সেই দেশলাই কাঠিটি জুড়ে দিতে হবে ডানদিকের 1 এর সঙ্গে। তাহলেই সেটি হয়ে যাবে 7। অর্থাৎ উত্তরটি হল, 2+5=7
#Matchstick #Puzzle #১ #ট #কঠ #সরলই #মল #যব #অঙক #এর #সমধন #করত #মথ #চলকচছ #গণতপরমরও
Leave a Reply