Matchstick Puzzle: কিছুদিন যাবৎ ধরে সোশ্যাল মিডিয়ায় এই ব্রেইন টিজার কথাটি ব্যাপকভাবে ঘোরাফেরা করছে। এই ব্রেইন টিজার বিষয়টি আদতে কি তা সম্পর্কে ধারণা আছে কি? অনেকেই আছেন যাদের এই বিষয়ে পুরোপুরি ধারণা রয়েছে। আবার অনেকেই এই বিষয়টি নিয়ে অজ্ঞ। তবে, জানা-অজানা সবকিছুকে দূরে সরিয়ে আমরা আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে এই বিষয়টি সম্পর্কে যথাযথ ধারণা দেওয়া চেষ্টা করবো।
প্রথমেই বলে রাখি যে, এই ব্রেইন টিজার কথাটি শুনে এটুকু অন্তত অনুমান করা যায় যে, এটি মস্তিস্ক সম্পর্কিত কিছু বিষয়। আসলে এই ব্রেইন টিজার (Brain Teaser) হল একটি জনপ্রিয় ধরন। মূলত যা রহস্য সমাধানের সঙ্গে জড়িত। ব্রেইন টিজারে বিভিন্ন বিষয় ধাঁধার আকারে আসতে পারে। তবে, সম্প্রতি নেটমাধ্যমে একটি ব্রেইন টিজারের ছবি ভাইরাল (Viral) হয়েছে। যেখানে অঙ্কের আকারে দেশলাই কাঠি দিয়ে লেখা আছে 1-1=9
দেশলাই কাঠি মূলত আগুন জ্বালাতে ব্যবহার করা হয়। কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে এই দেশলাই কাঠি জুড়ে আবার কখনও সরিয়ে দিয়ে একেরপর এক অঙ্ক (Math) সমাধান করা হচ্ছে। তবে, এখানে যে, সমীকরণটি সাজানো হয়েছে তা যে একেবারেই ভুল তা আশাকরি সকলেই বুঝতে পেরেছেন। আর তাই ৩ টি কাঠি যোগ করে সমীকরণটিকে সঠিক আকারে সাজাতে হবে। যারা এটি বলতে পারবেন তারা যে সত্যিই জিনিয়াস তা নিঃসন্দেহেই বলা যায়।
অনেকেই আছেন যারা অনেকক্ষন ছবিটির দিকে তাকিয়ে থাকার পরেও এই অঙ্কটি সমাধান করতে পারেননি। সেক্ষেত্রে চিন্তা করার কিছুই নেই। আমরা আপনাকে যথাযথ বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দেব বিষয়টি।
চলুন দেখে নেওয়া যাক সমীকরণটি
এখানে যে সমীকরনটি দেওয়া আছে তা হল 1-1=9। আপনি যদি এই অঙ্কটিকে সঠিক আকারে সাজাতে চান তাহলে আপনাকে প্রথমেই দ্বিতীয় 1 টিতে ১টি কাঠি যোগ করে তাকে 7 বানাতে হবে। আর মাইনাস (-) চিহ্নটিতে ১ টি কাঠি জুড়ে তাকে প্লাস (+) করতে হবে। আর তাহলেই বিষয়টি ঠিক হয়ে যাবে। অঙ্কটি দাঁড়াবে। 1+7=8। এক্ষেত্রে অনেকেই ভাবতে পারেন এখানে তো ২ টি কাঠির ব্যবহার হল। তাহলে আরেকটি কাঠি কোথায় ব্যবহার করতে হবে?
তাহলে বলে রাখি আগে যে উত্তরটি 9 ছিল সেখানেই ১ টি কাঠি যুক্ত করে 8 বানিয়ে নেওয়া যাবে। এবার তবে নিজেরাই মিলিয়ে নিন।
Leave a Reply