September 21, 2023, 8:12 am
Brain Teaser: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নিত্যদিন ভাইরাল হয় নানান ধরনের ছবি। এমন বহু ছবি আছে যা দেখে আমরা হেসে লুটোপুটি খাই আবার এমনও বহু ছবি আছে যা চোখে এনে দেয় জল। আবার দৃষ্টিভ্রম কারী বেশ কিছু ছবি নিত্যদিন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এগুলিকে বলা হয় অপটিক্যাল ইলিউশন (Optical Illution)। আবার মাঝে মধ্যেই আমাদের সমাধান করতে হয় ম্যাচিসস্টিক ধাঁধা (Matchstick Puzzle)। এমন অনেকেই আছেন যারা এই কঠিন ধাঁধার সমাধান করতে ভালোবাসেন। আবার অনেকেই এগুলি দেখলেই এড়িয়ে যান।
আসলে অঙ্ক অনেকের কাছে ভীষণ সহজ। আবার অনেকেই অঙ্ক দেখলে পালিয়ে যায়। এই ধাঁধার বিষয়টিও কিন্তু একই রকম। যাই হোক ধাঁধায় ফিরে আসা যাক। অন্যান্য দিনে মতো আজকেও Newshost24.com আপনাদের জন্য মজার খেলা নিয়ে হাজির হয়ে গেছে।
Today’s Matchstick Puzzle:
চোখের ধাঁধা : আপনার দৃষ্টিশক্তি ৫০/৫০ হলে ‘Z’-এর
দেশলাই কাঠির ধাঁধা: 5+3=12, একটি কাঠি যোগ করলেই মিলে যাবে অঙ
Matchstick Puzzle : 2-7=3, একটি কাঠির স্থান পরিবর্তন করলেই ম
গানিতিক ধাঁধা: 6, 25, 62, 123, ?, বলুন তো এই অঙ্কটির উত্তর ক
বুদ্ধির খেলা : 6+0=8, একটি কাঠি সরালেই মিলে যাবে অঙ্ক, সঠিক
বুদ্ধির খেলা : ছবিতে সংকেত দিয়ে বোঝানো হয়েছে একটি ফলের নাম
Interview Question : মেয়েদের শরীরের কোন অঙ্গে আঙুল ঢোকালে জ
বুদ্ধির খেলা : 7×8=24, দু’টি কাঠি যোগ করলেই মিলে যাবে অঙ্ক,
চোখের ধাঁধা : ছবিতে অনেকগুলি ‘E’ এর ভিড়ে লুকিয়
Matchstick Puzzle: 9-9=19, দু’টি কাঠি যোগ করলেই মিলে য
আজেকর খেলায় আপনাদের কোনো সংখ্যা কিংবা কোনো বস্তু খুঁজে বের করতে হবে না। বরং বুদ্ধি দিয়ে দিতে হবে উত্তর। সমাধান করতে হবে একটি অঙ্কের। এর জন্য অবশ্য আপনাদের সময় দেওয়া হবে 20 সেকেন্ড।
সময় প্রায় শেষের দিকে
5
3
2
1
সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।
সমস্যা, 6+5=10
সমাধান, 5+5=10
যারা সময়ের মধ্যে উত্তর দিতে পেরেছেন তাদের শুভেচ্ছা। তবে যারা উত্তর দিতে পারেননি তাদের জন্য সরলীকরণ করে দেখিয়ে দেওয়া হল অঙ্ক। প্রথমেই তাকান ছবিটির দিকে, দেখুন ছবিটির বাম দিকে লেখা রয়েছে 6+5 এবং ডান দিকে লেখা রয়েছে 10। বুঝতেই পারছেন নিশ্চয়ই অঙ্কটি আছে ভুল। সঠিক উত্তর পাওয়ার জন্য একটি ম্যাচিস কাঠি সরিয়ে দিতে হবে। সমাধানের জন্য বামদিকের প্রথমে 6 সংখ্যাটি থেকে একটি ম্যাচিস কাঠি সরিয়ে সেটিকে করতে হবে 5। অর্থাৎ, 5+5=10 করতে হবে। তাহলেই মিলে যাবে উত্তর।
#Matchstick #Puzzle #একট #কঠ #উঠয #নলই #মলব #অক #সমধন #করত #চল #ছডছ #বদধমনরও
Leave a Reply