1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
Night Skin Care : ত্বক হবে দুধের ন্যায় ফর্সা ও উজ্জ্বল! রাতে ঘুমানোর আগে অবশ্যই মাখুন এই ৩টি জিনিস - Newshost24 - Newshost24

September 26, 2023, 9:24 am

News Headline :
এসএসসি পাসে চাকরি দিচ্ছে ব্র্যাক বিভিন্ন পদে নিয়োগ দেবে সিটি ব্যাংক নতুনদের চাকরি দিচ্ছে ইস্টার্ন ব্যাংক, কর্মস্থল ঢাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অফিসার পদে চাকরি ৫০ জনকে চাকরি দেবে আগোরা, যোগ্যতা এসএসসি পাস Duare Dalil: বাড়িতে বসেই মিলবে দলিল, রাজ্য সরকারের নয়া উদ্যোগ ‘দুয়ারে দলিল পরিষেবা’ Personality: হাঁটার ধরণ প্রকাশ করে ব্যক্তিত্ব, আপনি ব্যক্তিত্ব জানান দেয় আপনার হাঁটার ধরণ Chanakya niti for Woman: এই গুণসম্পন্ন মহিলারা স্বামীর জীবনে সৌভাগ্য আনে, গুণগুলি জেনে নিন Mamata Banerjee: দুবাই থেকে লগ্নি আনছেন মুখমন্ত্রী! বাংলায় বিনিয়োগ করবে বিখ্যাত লুলু গোষ্ঠী Bread pakora: কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন এই মুখরোচক, রেসিপি জেনে নিন

Night Skin Care : ত্বক হবে দুধের ন্যায় ফর্সা ও উজ্জ্বল! রাতে ঘুমানোর আগে অবশ্যই মাখুন এই ৩টি জিনিস – Newshost24

Night Skin Care : ত্বক হবে দুধের ন্যায় ফর্সা ও উজ্জ্বল! রাতে ঘুমানোর আগে অবশ্যই মাখুন এই ৩টি জিনিস – Newshost24

Night Skin Care : ত্বক হবে দুধের ন্যায় ফর্সা ও উজ্জ্বল! রাতে ঘুমানোর আগে অবশ্যই মাখুন এই ৩টি জিনিস - Humppy
Night Skin Care : ত্বক হবে দুধের ন্যায় ফর্সা ও

Skin Care Tips: কাজে ব্যস্ততার কারণে নিজেকে আর সময় দিয়ে উঠতে পারেন না অনেকেই। সারাদিন অফিস করে আসার পর রাত্রে আর ত্বকের যত্ন নিতে ইচ্ছে করে না। আবার যারা বাড়িতে কাজ করছেন, তাদেরও কিন্তু সারাদিন পর আর শরীর চলেনা। ফলে নিয়ম করে নেয়া হয় না ত্বকের যত্ন (Skin Care)। আর এতেই সময়ের আগেই হারিয়ে যাচ্ছে ত্বকের জেল্লা। অনেকেই আছেন যারা ত্বকের জেল্লা পুনরায় ফিরে পাওয়ার জন্য ভরসা রাখছেন নামিদামি ক্রিমে। তবে জানেন কী রাতে ঘুমাতে যাওয়ার আগে নিয়ম মেনে কেবলমাত্র 3 টি কাজ করলেই খুব সহজেই ফিরে আসবে হারিয়ে যাওয়া জেল্লা।

আসলে সকালে ঘুম থেকে উঠে যেমন আমাদের ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন ঠিক তেমনই রাতে ঘুমাতে যাওয়ার আগেও যত্ন নিতে হবে ত্বকের। এর জন্য হাতে গোনা মাত্র 3 টি নিয়ম মেনে চলতে হবে প্রত্যেকদিন। কীভাবে ফিরে পাবেন হারিয়ে যাওয়া ত্বকের জেল্লা? জেনে নেওয়া যাক বিস্তারিত।

1690886632 577 Night Skin Care ত্বক হবে দুধের ন্যায় ফর্সা ও

প্রথমেই ত্বকের ধরন অনুযায়ী বেছে নিতে হবে একটি ভালো ক্লিনজার। নিয়ম করে প্রতিদিন রাতে সমস্ত কাজ সারার পর মুখ ক্লিনজিং করে নিতে হবে। এরপর এপ্লাই করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি। অর্থাৎ মুখে লাগিয়ে নিতে হবে টোনার। এটি খুব সহজেই ত্বকের পিএইচ এর মাত্রা বজায় রাখবে। এমনকি ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও বিশেষ উপকারী টোনার।

1690886634 467 Night Skin Care ত্বক হবে দুধের ন্যায় ফর্সা ও

এরপর ভালো করে মাসাজ করতে হবে মুখ। এর জন্য হাতে সামান্য পরিমাণে অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে এবং বেশ কিছুক্ষণ ধরে করতে হবে মাসাজ। অ্যালোভেরা জেল শোকানোর জন্য সময় দিতে হবে 2-3 মিনিট। এরপর লাগানো যেতে পারে আই ক্রিম। একেবারে শেষে যে কোনো নাইট ক্রিম কিংবা ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে। এই 3 টি নিয়ম মেনে চললেই ভালো থাকবে ত্বক। হুহু করে বাড়বে জেল্লা।


#Night #Skin #Care #তবক #হব #দধর #নযয #ফরস #ও #উজজবল #রত #ঘমনর #আগ #অবশযই #মখন #এই #৩ট #জনস #Newshost24

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews