অবশেষে বাজারে আসতে চলেছে ‘হণ্ডা’র সবথেকে বেশি বিক্রি হওয়া স্কুটার ‘Activa’র ইলেকট্রিক ভার্সন। যা জানার পর থেকে রীতিমতো হইচই পড়ে গিয়েছে গ্রাহকমহলে। আসলে ‘অ্যাক্টিভা’ স্কুটারের জনপ্রিয়তার কথা আমরা সকলেই জানি। বেশ কিছু সময় ধরে এটি রাজত্ব করছে স্কুটারের দুনিয়ায়। ইতিমধ্যেই যার একাধিক আপডেটেড ভার্সন আমাদের সামনে এসেছে। তবে এবার পালা ইলেকট্রিক ভার্সনের।
আসলে বর্তমান সময়ে ইলেকট্রিক যানবাহনেরই রমরমা চলছে। ইতিমধ্যেই একাধিক সংস্থা একাধিক ইলেকট্রিক যানবাহন এনেছে গ্রাহকদের জন্য। সেরকমই এবার আরও একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ হতে চলেছে। বেশ কিছু সময় ধরে ‘হণ্ডা’র এই ইলেকট্রিক স্কুটারটি আলোচনায় রয়েছে। আসলে এখনো পর্যন্ত ‘হণ্ডা’র তরফ থেকে কোনো ইলেকট্রিক টু-হুইলার লঞ্চ করা হয়নি।
যে কারণে সকলের মনে একটাই প্রশ্ন কবে তারা ইলেকট্রিক টু-হুইলার লঞ্চ করবে? বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে আগামী বছরের মধ্যেই ‘অ্যাক্টিভা’র ইলেকট্রিক ভার্সন বাজারে উপলব্ধ হবে। যেখানে বাজেট মূল্যে আপনি দুর্দান্ত ফিচারের এই ইলেকট্রিক স্কুটারটি পেয়ে যাবেন। তবে এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপাতত অপেক্ষা করতে হবে গ্রাহকদের।
কারণ, সংস্থার তরফ থেকে এখনো সম্পূর্ণ তথ্য প্রকাশ্যে আনা হয়নি। অন্যদিকে ‘হণ্ডা’ ছাড়াও আরও একটি অটোমোবাইল সংস্থা ‘TVS Motor’ তাদের নতুন একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। জানা গিয়েছে, এটি সম্পূর্ণ চার্জে ১০০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারবে।
Leave a Reply