September 30, 2023, 10:54 am
এবার Keeway তাদের নতুন মডেল বাজারে আনতে চলেছে। সেই স্কুটারটি হল Keeway Viesta 300 XDV। জানা যাচ্ছে, এটি সংস্থার অন্য একটি মডেলের নতুন সংস্করণ। আর সেই আসল মডেলটি হল Viesta 300। নতুন করে বানানো হলেও নতুন মডেলের সঙ্গে পুরোনো মডেলের বিশেষ পার্থক্য নেই।
তবে সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। আর তা হল নতুন মডেলে সামনের দিক বেশ চওড়া। আর তার জন্য বেশ আকর্ষণীয় লাগছে। নতুন মডেলে রয়েছে ২৭৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন।
ইঞ্জিনটি ৮,২৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১৮.৪ বিএইচপি শক্তি এবং ৭,০০০ আরপিএম গতিতে ২২ এনএম টর্ক উৎপন্ন করে। এছাড়া সামনে রয়েছে ২৪০ মিমি পেটাল ডিস্ক ও পিছনে ২২০ মিমি পেটাল ডিস্ক। স্কুটারে রয়েছে ১৩ ইঞ্চি অ্যালয় হুইল ও ডুয়েল পারপাস টায়ার। এছাড়া রয়েছে আরও কিছু ফিচার্স।
নতুন মডেলে রয়েছে চওড়া হ্যান্ডেলবার, টুইন এলইডি হেডল্যাম্প, এলসিডি ইন্সট্রুমেন্ট কনসোল, অ্যান্টি স্কিড স্টিল প্লেট সহ ইত্যাদি। জানা যাচ্ছে, স্কুটারটি সাদা ও নীল দু’টি রঙে পাওয়া যাবে। তবে কবে বাজারে হাজির হবে স্কুটারটি তার কোনো নিশ্চয়তা নেই।
The post News/keeway-viesta-300-xdv-launch-in-soon/”>Ola-বাজার খেতে আসছে Keeway-এর এই দুর্ধর্ষ স্কুটার, চমকে দেবে ফিচারস-মাইলেজ appeared first on Newshost24 Safar.
#Olaবজর #খত #আসছ #Keewayএর #এই #দরধরষ #সকটর #চমক #দব #ফচরসমইলজ #Newshost24 #Safar
Leave a Reply