জাপানের টু হুইলার ব্র্যান্ড হোন্ডা, এর ঝুলিতে রয়েছে বাইক ও স্কুটারের মন মাতানো সম্ভার। তবে কেবল মন মাতানো সম্ভারের জন্য এর জনপ্রিয়তা নয়, হোন্ডা বরাবর খেয়াল রেখেছে মধ্যবিত্তের সাধ্যের ওপর। আর এবার গ্রাহকদের বড়সড় চমক দিতে প্রস্তুত Honda.আজকের প্রতিবেদনে আমরা বলতে চলেছি Honda Activa H স্মার্ট স্কুটারের এর কথা, যেটি কোম্পানির সবথেকে উন্নত প্রযুক্তির উপর নির্মিত হয়েছে।
শুনতে স্কুটার হলেও এতে গাড়ি থেকে কম কিছু ফিচারস পাবেন না। বর্তমানে আপনি এই গাড়িটি কিনে নিতে পারেন ইএমআই অপশনের সাথে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে রেট্রো স্টাইলের এই স্কুটারে সিঙ্গেল সিলিন্ডার ১০৯.৫সিসি কাম প্লেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 7.68bhp শক্তি এবং 8.79 নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে। পাশাপাশি সর্বোচ্চ ৪.৫ লিটার জ্বালানি ভরা স্পেস দেওয়া হয়েছে গাড়িটিতে।
কোম্পানির দাবি ভারতীয় রাস্তায় এটি লিটার প্রতি ৫৫ থেকে ৬০ কিলোমিটার মাইলেজ দেবে। শক্তিশালী এই স্কুটারে সর্বোচ্চ গতির কথা বললে এটি ৮৫ কিলোমিটার গতিতে ছুটতে পারবে বলেই দাবি করা হয়েছে। জানা যাচ্ছে কোম্পানিটি ইতিমধ্যে ভারতীয় বাজার ধরতে বিজ্ঞাপনের জন্য পেটেন্টও করেছে।
ফিচারস এর মধ্যে স্কুটারে থাকবে ফোনে চার্জ দেওয়ার জন্য ইউএসবি পোর্ট, ব্লুটুথ কানেক্টিভিটি, কল এসএমএস এলার্ট এর মত অত্যাধুনিক প্রযুক্তি। কোম্পানির তরফ থেকে এও জানানো হয়েছে চলতি বছর ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হবে এই স্কুটারটির। তবে দাম কি হবে সেই সম্পর্কে এখনো কোন ধারনা পাওয়া যায়নি। তবে প্রতিবারের মতো এইবারেও মধ্যবিত্তের সাধ্যের কথা যে মাথায় রাখবে সংস্থা তা আশা করাই যায়।
Leave a Reply