ভারতে নতুন নতুন সংস্থা তাদের মডেল নিয়ে আসছে। তেমনি এবার বাজারে দু’টি নতুন স্কুটার আনল Elesco। যার মধ্যে একটির নাম Elesco V1 এবং আরেকটির নাম Elesco V2। এই স্কুটার যারা মাঝেমধ্যে নানান জায়গায় যাতায়াত করেন বা অফিস যান যা বাসস্থান থেকে কাছে তাদের জন্য একটি আদর্শ স্কুটার। তবে দু’টি মডেলের মধ্যে রয়েছে কিছু পার্থক্য।
মডেলের মধ্যে যেটি Elesco V1 সেই স্কুটারের সর্বাধিক আউটপুট হল ২.৫ কিলোওয়াট ও Elesco V2এর আউটপুট হল ৪ কিলোওয়াট। বৈদ্যুতিক স্কুটার দু’টিতে রয়েছে ২.৩ কিলোওয়াট ব্যাটারি। এর ফলে এটি আরও দুর্দান্ত মাইলেজ দিতেও সক্ষম। ব্যাটারিটি চার্জ হতে সময় নেয় ৬ থেকে ৭ ঘন্টা।
ব্যাটারি সম্পূর্ণ চার্জ হলে স্কুটারটি সর্বোচ্চ ৮০ থেকে ১০০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে সম্পূর্ণ চার্জে। এতে রয়েছে ৭২ ভোল্ট মোটর। এছাড়াও আরও একাধিক ফিচার্স রয়েছে। রয়েছে ইন্সট্রুমেন্ট প্যানেলে একটি এলইডি ইউনিট, কি লেস ফিচার্স, জিপিএস, ব্লুটুথ কানেক্টিভিটি, ইন্টারনেট সংযোগ ছাড়াও আরও একাধিক সুবিধা রয়েছে।
স্কুটার দু’টির ওয়ারেন্টি পিরিয়ড হল তিন বছর। গাড়ির দু’টি মেশিন ওজন ২০০ কেজি। এছাড়া রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, প্রথম মডেলে ১০ ইঞ্চি চাকা ও দ্বিতীয় মডেলটিতে ১২ ইঞ্চি চাকা রয়েছে। দুর্দান্ত ফিচার্স নিয়ে হাজির হতে চলেছে নতুন মডেল দু’টি।
Leave a Reply