গাড়ির দুনিয়ায় বর্তমানে জনপ্রিয় দু’টি কোম্পানি হল Ather ও Ola। ভারতের নাগরিকদের কাছে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে এই দু’টি সংস্থার গাড়ি। তবে আজকের প্রতিবেদনে রইল কোম্পানি দুটির দু’টি মডেলের উপর বিস্তারিত বিবরণ যা গ্রাহককে সাহায্য করবে গাড়ি কেনার ব্যাপারে। Ather 450X ও Ola S1 Pro গাড়ি দু’টির মধ্যে আলোচনা করা হল।
গাড়ি দু’টির মধ্যে Ather মডেলটি চার বছরের পুরনো হলেও এটি এখনও দুর্দান্ত পারফর্মেন্স দিতে সক্ষম। Ather 450X মডেলটি Ola S1 Pro মডেলের তুলনায় অনেক বেশি শক্তিশালী। অভিজ্ঞদের মতে Ola-এর মডেলটির তুলনায় Ather মডেলটি উৎকৃষ্ট। অপরদিকে Ola S1 মডেলে রয়েছে কিছু সফ্টওয়্যার নিগল। এছাড়া রাইডারের নিরাপত্তাকে মডেলটি সুনিশ্চিত করে না।
S1 এয়ারের সামনের শকগুলোও প্রচলিত স্কুটারের মতো টুইন শক। Ather-এর মডেলের হ্যান্ডলিংটি একটি মোটরসাইকেলের মতো যার ইঞ্জিনটি বসানো রয়েছে স্কুটারের কেন্দ্রে। এর পাশাপাশি হ্যান্ডলিংকে দুর্দান্তভাবে সক্রিয় করে তোলে। অপরদিকে Ola S1-এর পিছনের অংশটি একটু ভারী। বিশেষ করে যখন এটির ইউ টার্ন করা হয় তখন তা স্পষ্ট বোঝা যায়।
Ather-এর মডেলটি প্রোটোটাইপ করা হয়েছে এই দেশে এবং এর পাশাপাশি ডিজাইন ও পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে। অপরদিকে Ola মডেলটিকে নেদারল্যান্ডে প্রোটোটাইপ করা। তবে ডিজাইন ও পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এদেশেই। তবে দু’টি গাড়ির সমস্ত ফিচার্স লক্ষ্য করলে Ather শীর্ষে থাকবে।
Leave a Reply