September 30, 2023, 11:07 am
সময়ের সাথে সাথে বিভিন্ন অটোমোবাইল সংস্থাগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেড়েই চলেছে। কে কত ভালো স্কুটার বা বাইক উপহার দিতে পারে গ্রাহকদের সেই নিয়ে যেন প্রতিযোগিতা লেগেই রয়েছে। সেরকমই আজ আমরা দুটি সংস্থার স্কুটার নিয়ে আলোচনা করবো এই প্রতিবেদনে। যেগুলি দেখে আপনারা সহজেই বুঝতে পারবেন কোনটি কেনা আপনাদের জন্য লাভজনক হবে।
Ola S1X-
এই স্কুটারের দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে। যার মধ্যে একটিতে রয়েছে ২ কিলোওয়াট-আওয়ার ব্যাটারীপ্যাক এবং অপরটিতে রয়েছে ৩ কিলোওয়াট-আওয়ার ব্যাটারীপ্যাক। দ্বিতীয় ভ্যারিয়েন্টে সম্পূর্ণ চার্জে দিলে মাইলেজ পাওয়া যায় ১৫২ কিলোমিটার। যেখানে সর্বোচ্চ গতি থাকে ৯০ কিলোমিটার/ঘন্টা। স্টোরেজ দেখতে গেলে সেখানে রয়েছে ৩৪ লিটারের স্টোরেজ। যা জিনিসপত্র নেওয়ার ক্ষেত্রে খুবই সুবিধাজনক।
আধুনিক বৈশিষ্ট্য দেখতে গেলে সেখানে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার, এলইডি লাইট, স্মার্টফোন কানেক্টিভিটি ইত্যাদি। এই স্কুটারটি ডুয়ালটোন কালার অপশনে উপলব্ধ হয়েছে।
দাম: ২১শে আগস্ট পর্যন্ত ‘Ola S1X 2kwh ব্যাটারীপ্যাক’, ‘Ola S1X 3kwh ব্যাটারীপ্যাক’ ও ‘Ola S1X+’ টপ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৭৯,৯৯৯ টাকা, ৮৯,৯৯৯ টাকা ও ৯৯,৯৯৯ টাকা। পরবর্তী সময়ে এই স্কুটারগুলির দাম বেড়ে হবে যথাক্রমে ৮৯,৯৯৯ টাকা, ৯৯, ৯৯৯ টাকা ও ১,০৯,৯৯৯ টাকা।
Ather 450S-
এতে দেওয়া হয়েছে ৫.৪ কিলোওয়াট মোটর এবং ২.৯ কিলোওয়াট-আওয়ার ব্যাটারীপ্যাক। সম্পূর্ণ চার্জ দিলে এটি ১১৫ কিলোমিটার রেঞ্জ দেবে। স্কুটারে ০-৪০ কিলোমিটার/ঘন্টা গতি তুলতে সময় লাগে মাত্র ৩.৯ সেকেন্ড।
অন্যান্য বৈশিষ্ট্য হিসেবে রয়েছে স্মার্টফোন কানেকশন, ৭ ইঞ্চি টাচস্ক্রীন, ডিজিটাল ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার, এলইডি লাইট ইত্যাদি।
দাম: ১.৩০ লক্ষ- ১.৪৩ লক্ষ টাকা।
#Ola #নক #Ather #দই #সকটরর #মধয #কনট #কনল #লভবন #হবন #দম #ও #মইলজ #দখ #নন #Newshost24 #Safar
Leave a Reply