এবার ৫০,০০০ টাকা কমে আপনি কিনে ফেলতে পারেন জনপ্রিয় একটি iPhone! কীভাবে? আসুন তাহলে সে বিষয়েই জেনে নেওয়া যাক। আমরা সকলেই জানি যে স্মার্টফোন ব্যবহার কারীদের কাছে iPhone মানে রীতিমতো স্বপ্নের সমান। অনেকে আছেন যারা iPhone কিনতে চান তবে বেশি দাম হওয়ার কারণে সেগুলি কিনতে পারেন না। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অফারের আওতায় স্মার্টফোনের দাম বেশ খানিকটা কম হয়।
এছাড়াও যখন iPhone’এর নতুন সিরিজ লঞ্চ হয় তখন বিদ্যমান ফোনগুলির দাম অনেকটাই কমে যায়। সেরকমই ‘iPhone 12’এর দাম বেশ খানিকটা কমে গিয়েছে। যেখানে ব্যাংক অফার, এক্সচেঞ্জ অফার সবমিলিয়ে আপনি ৫০,০০০ টাকা ছাড় পেতে পারেন এই ফোনে। সাধারণত এই ফোনের ৬৪ জিবি মডেলের দাম ৫৯,৯৯০ টাকা। তবে flipkart’এ এই ফোন এখন পাওয়া যাচ্ছে ৫১,৯৯৯ টাকায়। যার অর্থ এই ফোনের উপরে ১৩ শতাংশ ছাড় রয়েছে।
এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার, যেখানে আপনি ৫০,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ফোনের সাথে আপনি এক্সচেঞ্জ করবেন তার মান যেন অবশ্যই ভালো থাকে। এখানেই শেষ নয় কেউ যদি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করেন সেক্ষেত্রে ২,০০০ টাকা তাৎক্ষণিক ক্যাশব্যাক পেয়ে যাবেন। একইসাথে ৫ শতাংশ ক্যাশব্যাকের সুযোগ রয়েছে Flipkart Axis Bank কার্ড ব্যবহার করলে।
অন্যদিকে কিছুদিনের মধ্যেই লঞ্চ হবে ‘iPhone 15’ সিরিজের স্মার্টফোন। যেখানে দুর্দান্ত সব ফিচার যোগ করা হবে।
Leave a Reply