বর্তমানে দেশের লেনদেনের এক অন্যতম মাধ্যম হলো ডিজিটাল লেনদেন। যার মাধ্যমে শপিং মল থেকে শুরু করে বিভিন্ন দোকানে অনলাইন পেমেন্ট করা হয়। গত কয়েক বছর ধরে কেন্দ্রের এই ডিজিটাল লেনদেন বা UPI লেনদেনের চিন্তাভাবনা আর্থিক লেনদেনে যে প্রসার ঘটিয়েছে তা বলাই বাহুল্য। তবে সাম্প্রতিক এই ডিজিটাল লেনদেনে বিরাট পরিবর্তন এসেছে। যুক্ত হয়েছে এক ফিচার যার নাম UPI লাইট।
বর্তমানে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে অনলাইন যে থার্ড পার্টি অ্যাপগুলি ব্যবহার করা হয় তার মধ্যে জনপ্রিয় অ্যাপগুলি হলো গুগল পে, ফোন পে, পেটিএম। এবার এই অ্যাপগুলিতেই যুক্ত হয়েছে এই নতুন ফিচার। যার মাধ্যমে ব্যবহারকারীরা ইউপিআই পিন ছাড়াই আর্থিক লেনদেন করতে পারবেন। তবে এক্ষেত্রে রয়েছে সীমাবদ্ধতা।
প্রসঙ্গত, NPCI এবং RBI 2022 সালের সেপ্টেম্বর মাসে এই UPI লাইট ফিচারটি চালু করেন। যার মাধ্যমে ব্যবহারকারীদের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ লেনদেন করতে কোনো ইউপিআই পিন ব্যবহার করতে হয় না। এতদিন পর্যন্ত সেই নির্দিষ্ট পরিমাণ অর্থের সীমা ছিল 200 টাকা পর্যন্ত। তবে বর্তমানে সেই অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে। এর পাশাপাশি জনপ্রিয় অনলাইন পেমেন্ট অ্যাপগুলিতে এই ফিচার যুক্ত করা হয়েছে। যার ফলে দেশে এই ডিজিটাল পেমেন্টের প্রসার আরো বাড়বে বলে অনুমান করা যাচ্ছে।
সাম্প্রতিক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ইউপিআই লাইট ফিচার যুক্ত করে বেশ কিছু পরিবর্তন এনেছে। যেমন এই ফিচারে অর্থের সীমা আগে 200 টাকা পর্যন্ত ছিল। 200 টাকা এই ফিচারের মাধ্যমে ইউপিআই পিন ছাড়াই পেমেন্ট করা যেত। তবে বর্তমানে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত ইউপিআই পিন ছাড়া এই ফিচারের মাধ্যমে আর্থিক লেনদেন করা যাবে বলে জানিয়েছে RBI সংস্থা। সুতরাং ইউপিআই পিন ব্যবহারকারীরাও এই ইউপিআই লাইট ফিচারটি ব্যবহার করতে পারবেন।
তবে এখানেই শেষ নয়, আরবিআই সংস্থা আরও একটি নতুন পেমেন্ট অপশনের ঘোষণা করেছেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছেন, এই ইউপিআই লাইটের মাধ্যমে নিয়ার-ফিল্ড প্রযুক্তি ব্যবহার করা হবে। যার মাধ্যমে ইউপিআইতে অফলাইন পেমেন্ট করা যাবে। আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস MPC-তে গৃহীত সিদ্ধান্তের পাশাপাশি এও জানিয়েছেন, এই নতুন প্রযুক্তি ব্যবহার করার কারণ হলো ব্যবহারকারীদের ডিজিটাল অর্থ প্রদানের অভিজ্ঞতা বাড়ানো। ফলস্বরূপ, তিনি আশা করছেন যে, পরবর্তীতে দেশে ডিজিটাল পেমেন্টের মাধ্যম আরো উন্নত হবে এবং এর প্রসারও আরো বৃদ্ধি পাবে।
Leave a Reply