বলিউডের এভারগ্রীন অভিনেত্রী মাধুরী দীক্ষিত.. ৯০ দশকের বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর সৌন্দর্যে আজও মুগ্ধ 8 থেকে 80. বর্তমানে তাকে আর সিলভার স্ক্রিনে দেখা না গেলেও তার সম্পত্তির পরিমাণ শুনলে কিন্তু চোখ কপালে উঠবে। আলিশান বাংলো, একাধিক নামিদামি গাড়ি কি নেই তার রাজত্বে! সূত্রের খবর প্রায় আড়াইশো কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক মাধুরী। কিছু পূর্বেই মুম্বাইয়ের WORLI তে আলিশান বাড়ি ভাড়া নিয়েছেন তিনি।
যার মাসিক ভাড়া ১২ লাখ টাকা। Lokhandwalaতে বিশাল বাড়িতো আছেই। কিন্তু এরই পাশাপাশি তিনি গাড়ির প্রতি কতটা সৌখিন সেটা কি জানেন! আর এই কারণেই তো তার গাড়ির সংগ্রহের কথা জানলে অবাক হবেন। আজকের প্রতিবেদনে রইলো তার সংগ্রহে থাকা গাড়ির ইতিউতি। কয়েক মাস আগে কোটি টাকার মূল্যের আলিশান গাড়ি কিনেছেন অভিনেত্রী। বিশ্বব্যাপী জনপ্রিয় সুপারকার পোর্শে ৯১১ টার্বো এস এখন তার সংগ্রহে রয়েছে।
গাড়িটির দাম শুরু হয় ৩.০৮ কোটি টাকা থেকে। মাধুরী দীক্ষিত সুপার কারটি কিনেছেন সেটি সত্যিকারের অর্থেই ওয়ার্ল্ড ক্লাস চার চাকা। এই গাড়িটি সর্বোচ্চ ৩৩০ কিমি প্রতি ঘন্টা গতি স্পর্শ করতে পারে। এটি ছাড়াও তার কালেকশনে রয়েছে কোটি টাকার বিলাসবহুল গাড়ি যেমন Mercedes Maybach S560, MERCEDES BENZ S CLASS 450, MERCEDES GLA 350D, RANGE ROVER SPORTS, SKODA OCTAVIA VRS, RANGE ROVER VOUGE, INNOVA CRYSTA.
এই গাড়িগুলির মধ্যে RANGE ROVER VOUGE গাড়িটির মূল্য ৩.৪১ কোটি টাকা। যাতে উপস্থিত রয়েছে 3.0 লিটার V6 ডিজেল ইঞ্জিন যার সর্বোচ্চ ২৪০ বিএইচপি শক্তি এবং ৫০০এমএম টর্ক উৎপন্ন করে। আর তার কালেকশনে থাকা সব থেকে কম গাড়িটির দামও ১৯.৯৯ লাখ টাকা।
Leave a Reply