খুব সম্প্রতি বাজারে লঞ্চ হয়েছে ‘Motorola’র নতুন ফোন ‘Moto G14’। এই সংস্থা মূলত তাদের বিদ্যমান সিরিজ ‘Moto G13’ এর পরবর্তী স্মার্টফোন হিসেবে লঞ্চ করেছে ‘Moto G14’। অন্যদিকে ওই একই দিনে লঞ্চ হয়েছে ‘Redmi 12 4G’ এবং ‘Redmi 12 5G’। আজ আমরা এই দুই সংস্থার ফোনের তুলনামূলক আলোচনা করবো এই প্রতিবেদনে।
Moto G14- এতে রয়েছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে Unisoc T616 প্রসেসর। ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। সেটি আপনি এক্সটার্নাল কার্ডের মাধ্যমে বর্ধিত করতে পারেন। ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। সাথে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ২০ ওয়াট ফার্স্ট চার্জিং সমেত ৫০০০ mAh ব্যাটারী।
দাম: ৪ জিবি+১২৮ জিবি স্টোরেজ- ৯,৯৯৯ টাকা।
Redme 12 4G ও Redme 12 5G- এতে রয়েছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। যা ৯০ হার্টজ রিফ্রেশরেট সাপোর্ট করে। ফোনটি চালিত হয় অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম দ্বারা। প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio G88। র্যাম ও স্টোরেজ দেখতে গেলে তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে। যথা- ৪ জিবি+১২৮ জিবি, ৬ জিবি+১২৮ জিবি, ৮ জিবি+১২৮ জিবি। ক্যামেরার দিক দিয়ে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আর সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপ দেখতে গেলে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত ৫০০০ mAh ব্যাটারী।
5G ভ্যারিয়েন্টের দাম: ৪ জিবি+১২৮ জিবি- ১০,৯৯৯ টাকা
৬ জিবি+১২৮ জিবি- ১২,৪৯৯ টাকা
৮ জিবি+১২৮ জিবি- ১৪, ৯৯৯ টাকা।
4G ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৮,৯৯৯ টাকা এবং ১০,৪৯৯ টাকা। এবার দেখা যাক কোন সংস্থা সবথেকে বেশি গ্রাহক আকর্ষণ করতে পারে।
Leave a Reply