আপনি কি এই মুহূর্তে একটি বাইক কেনার কথা পরিকল্পনা করছে? তাহলে এই মুহূর্তে আপনার জন্য দারুন খবর। অত্যাধুনিক ফিচারস, দারুন লুকস্ এর দারুন কয়েকটি বাইক লঞ্চ হতে চলেছে এই বছর। চলুন দেখে নেওয়া যাক আসন্ন বাইক সম্পর্কে বিস্তারিত।
1)Royal Enfield Bullet 350- বাজারে সবথেকে ব্যস্ত টু হুইলার সংস্থাগুলির মধ্যে একটি রয়্যাল এনফিল্ড। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে এবার রয়্যাল এনফিল্ড আনতে চলেছে Royal Enfield Bullet 350. এই বাইকটি এখন ব্র্যান্ডের নতুন এবং চিত্তাকর্ষক J series platform এ আসবে। সংস্থা নিজেই গত মাসের শুরুতে একটি টিজার প্রকাশ করেছে যেখান থেকে জানা গেছে 1st সেপ্টেম্বর গাড়িটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে। আশা করা হচ্ছে এর দাম থাকবে ১.৮০ লক্ষ টাকার মধ্যে।
2) Royal Enfield Himalayan 450- এই বাইকটি রয়্যাল এনফিল্ড এর প্রথম বাইক হতে চলেছে যেখানে একটি লিকুইড কুলড ইঞ্জিন ও একটি আধুনিক চেহারার টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেখা যাবে। অ্যাডভেঞ্চার এই বাইকটি আগামী কয়েক মাসের মধ্যে প্রায় ২.৮০ লক্ষ টাকা আনুমানিক মূল্য সহ আসবে।
3)KTM 390 Duke- ডিজাইন ও লুক দুটো দিকেই তরুণ প্রজন্মের মন মাতাবে এই বাইক। স্ট্রিট ফাইটার হিসাবে ৩৯০ ডিউক বরাবর অ্যাগ্রেসিভ।৩৭৩ সিসির লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। সাথে রয়েছে স্লিপার ক্লাচ সহ সিক্স স্পিড গিয়ার বক্স। কেটিএম ৩৯০ ডিউকের ইঞ্জিন ৪২.৯০ বিএইচপি শক্তি এবং 37nm টর্ক উৎপন্ন করতে সক্ষম।
4)Yamaha R3 and MT-03321cc- প্যারালাল টুইন সহযোগে আসতে পারে এই বাইকটি। শহরের মধ্যে ঘোরা হোক কিংবা দূরে ভ্রমন উভয় ক্ষেত্রে এটি দারুণ গাড়ি হতে চলেছে। আশা করা হচ্ছে এর দাম হবে তিন লক্ষ টাকা।
5)Triumph Scrambler 400X- আশা করা হচ্ছে এই বাইকটি একটি স্টাইলিশ প্যাকেজ সহ আসবে। যার স্পিড ৪০০ মত হবে। অক্টোবরে লঞ্চ চলা বাইকটির দাম হতে পারে ২.৬০ লক্ষ টাকা।
6)hero xtreme 125R- আপনি যদি একটি বাজেট ফ্রেন্ডলি বাইকের খোঁজ করেন তাহলে আপনার জন্য দারুন অপশন হতে পারে hero xtreme 125R. sharp and sporty লুকের এই বাইকটির দাম রাখা হবে 95000টাকার আশেপাশে।
Leave a Reply