মোবাইলের দুনিয়ায় জনপ্রিয় একটি সংস্থা Oppo। সম্প্রতি তারা তাদের ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করেছে। সম্প্রতি ফোল্ডেবল একটি ফোন হল Oppo Find N2 Flip চলতি মাসে চিনে লঞ্চ করা হয়৷ তবে যে নতুন মোবাইলটি আসতে চলেছে সেটি হল Oppo Find N3 Flip। মনে করা হচ্ছে চিনে লঞ্চ হওয়া নতুন মোবাইলের এটি একটি সংস্করণ। জানা যাচ্ছে, ২৯শে আগস্ট স্মার্টফোনটি বাজারে লঞ্চ করা হবে।
আর এই বিষয়ে তথ্য পাওয়া গিয়েছে টিপস্টারের তরফে। জানা যাচ্ছে, নতুন Oppo Find N3 Flip মোবাইলটি বইয়ের মতন ডিজাইন দেওয়া হয়েছে। আর তার ফলে এটি দেখতে বেশ আকর্ষণীয় হয়ে উঠবে। এতে কি কি রয়েছে তা এবার জেনে নেওয়া যাক। প্রসেসর হিসেবে এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট।
স্টোরেজের কথা বলতে গেলে এতে দেওয়া হয়েছে ১২ জিবি র্যাম ও ৮ জিবি র্যাম দু’টি ভ্যারিয়েন্ট। এর সঙ্গে ইন্টারনাল মেমোরি রয়েছে ২৫৬ জিবি। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল মেমোরি ভ্যারিয়েন্টের দাম ৮৯,৯৯৯ টাকা। এতে রয়েছে ৬.৮ ইঞ্চি ডিসপ্লে যা ৩৮২ × ৭২০ পিক্সেল রেজোল্যুশন সমর্থন করে।
ক্যামেরা হিসেবে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স। সেলফি ক্যামেরা রয়েছে ৩২ মেগাপিক্সেল। অত্যাধুনিক ফিচার্স নিয়ে গঠিত এই ফোল্ডেবল ফোনটি আগামী দিনে আরও জনপ্রিয় হয়ে উঠতে চলেছে।
Leave a Reply