দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI-এর গ্রাহকদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। আজই বন্ধ হতে চলেছে SBI-এর বেশি সুদপ্রাপ্ত একটি স্কিম। তাই যেসব গ্রাহকরা এই স্কিমে অর্থ বিনিয়োগ করার চিন্তা-ভাবনা করেছেন তারা শীঘ্রই আজই এই স্কিমে অর্থ বিনিয়োগ করতে পারেন। তা না হলে এই স্কিমে বিনিয়োগ করে মোটা অর্থ রিটার্ন পাওয়ার সুযোগ আর পাবেন না।
SBI-এ বন্ধ হতে চলা এই স্কিমটির নাম অমৃত কলস যোজনা (SBI Amrit Kalash FD Yojna)। যে স্কিমটি এপ্রিল মাসে চালু করা হয়েছে SBI-এর তরফে। FD-র থেকে বেশি সুদ পাওয়া যায় এই অমৃত কলস যোজনা ফিক্সড ডিপোজিট স্কিমে। কিন্তু দুঃখের খবর আজকের পর থেকে এই স্কিমটি আর SBI ব্যাঙ্কে কার্যকরী হবে না। তাই এই প্রতিবেদনের মাধ্যমে এই স্কিমের সম্পর্কে বিস্তারিত জেনে আজই বিনিয়োগ করতে পারেন অর্থ। যা থেকে পরবর্তীতে ভালো পরিমাণ সুদ পাওয়া যাবে।
এই অমৃত কলস যোজনা ফিক্সড ডিপোজিট স্কিম থেকে গ্রাহকরা বেশ ভালো সুবিধা পায়। ঋণের সুবিধা পাওয়া যায় এই প্রকল্প থেকে। অন্যদিকে, মেয়াদ শেষের আগে এই স্কিমে প্রত্যাহার করা যায়। সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় এই স্কিমে। এছাড়াও, নিয়োগ করার ক্ষেত্রেও রয়েছে সুবিধা। YONO ব্যাঙ্কের অ্যাপের মাধ্যমে বা ব্যাঙ্কের শাখায় গিয়ে এই এফডি স্কিমে অর্থ বিনিয়োগ করা যেতে পারে।
এই স্কিমে ৪০০দিনের মেয়াদে বিনিয়োগকারীরা অর্থ বিনিয়োগ করতে পারেন অথবা মাসিক, ত্রৈমাসিক বা ছমাসের ভিত্তিতেও এই স্কিমে অর্থ বিনিয়োগ করা যায়। সর্বোচ্চ ২ কোটি টাকা বা ২ কোটি টাকার কমে এই ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে বিনিয়োগকারীরা এই স্কিমে অর্থ বিনিয়োগের মাধ্যমে সুদ পাবেন সাধারণ বিনিয়োগকারীরা 7.10 শতাংশ হারে এবং প্রবীণ বিনিয়োগকারীরা 7.60 শতাংশ হারে।
হিসাব অনুযায়ী কোনো ব্যক্তি যদি এই অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিমে ১ লক্ষ টাকা জমা করেন তাহলে এই স্কিমে সাধারণ গ্রাহকরা সুদ পাবেন 8017 টাকা। অন্যদিকে, প্রবীণ গ্রাহকরা সুদ পাবেন 8600 টাকা। তবে এই প্রকল্পে টিডিএস কাটার পরেই অ্যাকাউন্টে সুদের পরিমাণ জমা হয়।
Leave a Reply