September 27, 2023, 4:41 am
3:243::5:?, বলতে পারবেন প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসাবেন। আবারো আপনাদের সামনে এসেছে দুর্দান্ত একটি সংখ্যার অংকের সিরিজের ধাঁধা। যেখানে বুদ্ধি খাটিয়ে তার সহজ উত্তর বের করে আনতে হবে। তাই আবারো আপনাদের জন্য সুন্দর একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। বর্তমানে এই ধরণের খেলার ব্যাপক বারবাড়ন্ত হয়েছে।
এবার দেখুন আজকের প্রশ্নে বেশ কয়েকটি সংখ্যা দেওয়া আছে। সেই প্রশ্নটি হচ্ছে –
3:243::5:?
অর্থাৎ সেই প্রশ্নবোধক স্থানে কি বসবে সেটাই আপনাকে বের করতে হবে। ১৫ সেকেন্ড সময় পাবেন উত্তর দেওয়ার জন্য সেই সময় এখন থেকে শুরু হলো। মাত্র কিছু % মানুষ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। সময় গড়িয়ে চলেছে। কিন্তু তার আগেই আপনারা দেখুন কিভাবে এই ধরণের উত্তর বের করবেন –
১) খুব ভালো করে প্রশ্নটি প্রথমে পড়ুন। কারণ অংকের মধ্যেই তার উত্তর লুকিয়ে থাকে।
২) প্রতিটি অংকের কিছু বিশেষণ প্যাটার্ন বা নিয়ম থাকে সেটি খুঁজে বের করুন।
৩) যে প্যাটার্ন খুঁজে পেয়েছেন সেইভাবে অঙ্কটির উত্তর খুঁজে বের করুন।
৪) না মিললে অন্যভাবে করার চেষ্টা করুন। আর প্রতিদিন এই ধরণের প্রশ্ন চেষ্টা করলে অনায়েসেই উত্তর পাওয়া যাবে।
এবার আপনার সময় শেষ হলো। এই অংকটি কষে দেখানোর থেকেও বোঝার ব্যাপার আছে।
প্রথমে দেখুন পাঁচ বার 3 গুন করা হয়েছে।
অর্থাৎ, 3×3×3×3×3 = 243
ঠিক একইভাবে পাঁচবার 5 গুন করলে উত্তর হবে
5×5×5×5×5= 3125
অর্থাৎ, 3:243::5:3125
দেখলেন তো আদতে খুবই সহজ এই উত্তর। যারা উত্তর সঠিক দিয়েছেন তাঁদের অবশ্যই বলতে হবে তারা জিনিয়াস। কেমন লাগলো আপনাদের এই প্রশ্ন তা অবশ্যই জানাবেন। তাহলে প্রতিদিন আপনাদের জন্য এই ধরণের প্রশ্ন নিয়ে হাজির হবো।
#Solve #Math #বলন #ত #এই #অঙকটর #উততর #কত #হব #সমধন #করত #মথ #চলকচছন #বদধমনরও
Leave a Reply