ভারতে এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারী সংস্থা টাটা মোটরস্। বিভিন্ন সেগমেন্টের গাড়িতে জনপ্রিয়তা পেয়েছে Tata motors. তবে এই মুহূর্তে টাটার মূল আকর্ষণ টাটা টিয়াগো। এটি এমন একটি গাড়ি যা পেট্রোল, বৈদ্যুতিক এবং সিএনজি তিন ভেরিয়েন্টেই বিক্রি হয়। তবে মনে করা হচ্ছে এবার একে টেক্কা দিতে চলেছে BYD. BYD অর্থাৎ বিল্ড ইওর ড্রিমস ভারতে অপেক্ষাকৃত সস্তায় নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চের ইঙ্গিত দিয়েছে। ইতিমধ্যে সিগাল নামের ট্রেডমার্ক দায়ের করেছে এই সংস্থাটি। অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেলস এর ময়দানে লম্বা রেসের ঘোড়া হতে চলেছে নয়া মডেল।
ভারতে BUD এর Seagull ইলেকট্রিক হ্যাচব্যাক- গত এপ্রিলে অনুষ্ঠিত সাংহাই ২০২৩ মোটর শো-তে প্রথমবারের জন্য Seagull উন্মোচন করেছিল সংস্থাটি। সবচেয়ে সস্তার মডেল হিসেবেই আত্মপ্রকাশ করেছে Seagull. আর এবার সংস্থা ভারতের বাজারে জমি শক্ত করতে চলেছে। চীনে এই গাড়িটির দাম ভারতীয় মুদ্রায় 9 লাখ থেকে ১১ লাখ টাকা ধার্য করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই দামে কি কি স্পেসিফিকেশন অফার করছে সংস্থা-
যে তথ্য সামনে এসেছে সেই অনুযায়ী BYD Seagull দুটি ভার্সনে উপলব্ধ হবে একটি স্ট্যান্ডার্ড অপরটি লং রেঞ্জ। প্রথমটিতে থাকছে ৭৬ বিএইচপি ইলেকট্রিক মোটর ও ৩০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। অনুমান করা হচ্ছে এটি ফুল চার্জে 305 কিলোমিটার রেঞ্জ প্রদান করবে। অপরদিকে লং রেঞ্জ ভার্সনে অফার করা হচ্ছে ৩৮ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক ও ৯৮ বিএইচপি ইলেকট্রিক মোটর। যা পুরোপুরি চার্জে ৪০৫ কিলোমিটার পথ ছুটবে বলেই আশা।
ডিজাইন ও বৈশিষ্ট্য- এক অনন্য ডিজাইন নজরে পড়বে এই গাড়িতে। কম্প্যাক্ট এবং উঁচু ডিজাইন দর্শকদের নজর কাড়বে। থাকবে বনেট এবং উইন্ডোশিল্ডের স্লোপ। এতে অফার করা হচ্ছে অ্যালয় হুইল, ফ্লাশ সিটিং ডোর হ্যান্ডেল, প্লাস্টিক ক্ল্যাডিং।
Leave a Reply