ভারতের জনপ্রিয় গাড়ি তৈরির সংস্থা হল মারুতি সুজুকি। ভারতের বুকে নিজেদের প্রতিষ্ঠানকে সাফল্যের সঙ্গে প্রতিষ্ঠা করতে পেরেছে তারা। সম্প্রতি তারা একটি নতুন মডেল লঞ্চ করতে চলেছে। আর সেটি হল Maruti Celerio। যদি কোম্পানির তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে মনে করা হচ্ছে এটি দীপাবলির সময়ে প্রকাশ্যে আসতে পারে। একটি জাপানি অটো সাইটের তরফে জানা গিয়েছে, মারুতি সুজুকির নতুন মডেলটি আসতে চলেছে আকর্ষণীয় ফিচার্স নিয়ে।
জানা যাচ্ছে, এই গাড়িতে থাকবে ৯৯৮ সিসি পেট্রোল ডিজেল ভ্যারিয়েন্ট যা ৬৫ বিএইচপি পাওয়ার উৎপন্ন করবে। এতে থাকবে এলটি ডিজিটাল ডিসপ্লে, ডিজেল ওডোমিটার, ডিজিটাল স্পিডোমিটার, ফুয়েল গজ, রিয়েল টাইম মাইলেজ ট্র্যাকার, ইউএসবি চার্জিং কেবল। এর পাশাপাশি আরও ফিচার্স যোগ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
মারুতির নতুন মডেলটি তার ব্যতিক্রমী জ্বালানি দক্ষতার জন্য পরিচিত। এটি অন্যতম সেরা মাইলেজ গাড়ি হতে চলেছে। এটির সিএনজি মডেলটি ৩৪ কিলোমিটার রেঞ্জ দেয়। জানা যাচ্ছে, নতুন ফিচার্সযুক্ত গাড়িটির অনেক দাম হতে পারে। গাড়িটির দাম শুরু হতে পারে ৯ লক্ষ টাকা থেকে এবং এটির বিভিন্ন ভ্যারিয়েন্ট মিলিয়ে দাম পৌঁছোতে পারে ১৩ লক্ষ টাকা পর্যন্ত।
আগামী দীপাবলি উৎসব মরশুমে এটি বাজারে আসতে পারে বলে মনে করা হচ্ছে। সঙ্গে আসতে চলেছে একাধিক ফিচার্স। যার ফলে দামও বেশ কিছুটা বেশি হতে চলেছে। যদিও মারুতি সুজুকি এখনও গাড়ির বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি।
Leave a Reply