আগামী মাসেই আসতে চলেছে ভারতের জনপ্রিয় গাড়ি তৈরির সংস্থা হন্ডা-এর নতুন মডেল। আর সেটি হল একটি SUV গাড়ি। ভারতে SUV গাড়ির জনপ্রিয়তা বরাবরই বেশ ভালো। তাই এইরকম গাড়ির জনপ্রিয়তার জন্য মানুষ গাড়িগুলি পছন্দ করেন। তেমনই একটি গাড়ি আনতে চলেছে হন্ডা। আগামী সেপ্টেম্বর মাসে প্রকাশ হতে চলেছে সেই গাড়ি। জানা যাচ্ছে, গাড়িটি বুক করার জন্য প্রথমে ২১,০০০ টাকা দিতে হবে।
এই গাড়িটি ৭টি মনোটোনাস ও ৩টি ডুয়াল টোন রঙে উপলব্ধ হতে চলেছে। এর পাশাপাশি এটি উপলব্ধ হতে চলেছে SV, V, VX এবং ZX একাধিক ভ্যারিয়েন্টে। জানা যাচ্ছে, এই গাড়িতে হাইব্রিড পাওয়ারট্রেন থাকবে না। যেমন মারুতি সুজুকি সংস্থার Grand Vitara কিংবা Toyota’র Hirider গাড়িতে এটি অনুপস্থিত। জানা যাচ্ছে, Honda Elevate গাড়িটি একাধিক ফিচার্স নিয়ে হাজির হতে চলেছে।
গাড়িতে থাকছে ওয়্যারলেস চার্জিং প্যাড, বৈদ্যুতিক সানরুফ, ৬টি এয়ারব্যাগ, ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রীন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ব্লাইন্ড স্পট মনিটর, এবং ADAS। গাড়িতে রয়েছে ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন যা ১১৯ বিএইচপি পাওয়ার ও ১৪৫ এনএম টর্ক উৎপন্ন করে।
এর পাশাপাশি রয়েছে ৬ স্পীড ম্যানুয়াল গিয়ারবক্স ও সিভিটি ইউনিট। সংস্থার তরফে জানানো হয়েছে, গাড়িটি ১৫.৩১ কিলোমিটার প্রতি লিটার তেলে মাইলেজ দিতে সক্ষম। গাড়িটি আগামী মাসে ভারতের বাজারে আসলে বিস্তারিত বিবরণ প্রকাশ্যে আসবে।
Leave a Reply