টাটা-সুজুকি এই দুই সংস্থা সেয়ানে সেয়ানে টক্কর দিয়েই চলে। কে কাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে তার নিয়ে প্রায়শই হাড্ডাহাড্ডি লড়াই চলে। বর্তমানে বেশ চর্চায় রয়েছে tata altroz ও Maruti suzuki swift..যারা প্রথম গাড়ি কিনতে চলেছেন তাদের জন্য সেরা কোনটি! আজকের প্রতিবেদনে দেখে নিন এই দুইয়ের তুলনামূলক আলোচনা।
প্রথমবার গাড়ি কেনা সময় ক্রেতারা গাড়িতে চেয়েছে বৈশিষ্ট্য লক্ষ্য করেন তাহলে নিরাপত্তা, ক্রয় ক্ষমতা অর্থাৎ গাড়িটির সাশ্রয়ী মূল্যের কিনা, জ্বালানি দক্ষতা, ড্রাইভিং এর সহায়তা প্রদানকারী বৈশিষ্ট্য।
Maruti Suzuki Swift VXI AGS যদি প্রথমবার গাড়ি ক্রয় করার কথা উঠে আসে তাহলে সে ক্ষেত্রে এটা শীর্ষ বাছাই হিসেবে নাম কেড়েছে। এতে রয়েছে এবিএস, ১৬৩mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স,24kmpl মাইলেজ, AMT ট্রান্সমিশন যা শহুরে যাতায়াতকে সহজ করে। অর্থাৎ এক কথায় এই গাড়িটি নিরাপত্তা দক্ষতা উভয় নিশ্চিত করে।
Top 3choice
Maruti Suzuki Swift VXI AGS
TATA ALTROZ XT
MARUTI SUZUKI SWIFT ZXL
এই তিনের মধ্যে সবথেকে বেশি মাইলেজ অফার করে Suzuki Swift VXI AGSও SWIFT ZXL. দুই গাড়ির মাইলেজ 24kmpl. আর TATA ALTROZ XT মাইলেজ 19.33. তাই তুলনায় তুলনা করলে Maruti Suzuki Swift VXI AGS এর দক্ষ মাইলেজ, নিরাপত্তা গুণাবলী, AMT ট্রান্সমিশন একে প্রথম পছন্দের তালিকায় রেখেছে। দ্বিতীয় স্থানে রয়েছে TATA ALTROZ XT. এতে রয়েছে পিছনে পার্কিং ক্যামেরা, পুশ বোতাম স্টাটসহ বৈশিষ্ট্য। আর তৃতীয় স্থানে রয়েছে MARUTI SUZUKI SWIFT ZXL.
Leave a Reply