গাড়ির বাজারে জনপ্রিয় গাড়ি কোম্পানি হল মারুতি। একের পর এক মডেল দিয়ে দেশের মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছে এই সংস্থার গাড়ি। এবার এই সংস্থা আরেকটি গাড়ি বাজারে এনেছে যেটির নাম Maruti Wagon R। দুর্দান্ত মাইলেজ, স্টাইলিশ লুক ও মডার্ন ফিচার্স নিয়ে হাজির হতে চলেছে নতুন গাড়িটি।
কোয়ালিটি বাজেট গাড়ির মধ্যে সর্বপ্রথম স্থানে থাকে মারুতি। এবার মনে করা হচ্ছে নতুন ওয়াগন আর গাড়িটিও সমস্ত প্রতিযোগীদের পেছনে ফেলে দেবে। বর্তমানে কেউ গাড়ি কিনতে চাইলে এই গাড়িটি বাছাই করা বুদ্ধিমানের কাজ হবে। দুর্দান্ত পারফর্মেন্সের সঙ্গে গাড়ির চালক ও যাত্রীদের যাত্রাকে আরও মসৃণ করতেও রয়েছে একাধিক সুবিধা।
নতুন মারুতি ওয়াগন আর আপডেটেট টেকনোলজি নিয়ে হাজির হয়েছে। গাড়িতে রয়েছে ৭ ইঞ্চি টাচস্ক্রীন স্মার্টপ্লে স্টুডিও এবং তার সঙ্গে রয়েছে ৪টি স্পীকার ও স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল। ভারতের বাজারে মারুতির নতুন মডেলটির দাম ৬.৮১ লক্ষ টাকা। এটির সিএনজি ভ্যারিয়েন্টের গাড়িটিও ৩৪ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম।
গ্রাহক যদি নতুন ও বাজেট ফ্রেন্ডলি গাড়ি কিনতে চান তবে মারুতি ওয়াগন আর হবে সবথেকে ভালো চয়েস। গাড়িটিরতে রয়েছে মডার্ন ফিচার্স, লাক্সারিয়াস ইন্টেরিয়র। ৭ ইঞ্চি টাচস্ক্রীন ইনফোটেইনমেন্ট সিস্টেম, স্টিয়ারিং মাউন্টেন কন্ট্রোল রয়েছে গাড়িতে। নতুন মারুতির মডেলটির দাম ৬.৮১ লক্ষ টাকা।
Leave a Reply