ভ্যাকেশন ডেস্টিনেশন হিসেবে প্রথমেই মাথায় আসে দীঘা-পুরীর কথা। কিন্তু আমাদের এই দেশে আরও অনেক সুন্দর সুন্দর বিচ ডেস্টিনেশন আছে। যা দেখলে মন জুড়িয়ে যাবে আপনারও। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের তেমনই একটি বিচের সন্ধান দেব। যার নাম মিনিকয় দ্বীপ। যেটি কিনা আরব সাগরের তীরে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর এই বিচে আপনি একবার গেলে বারবার যেতে চাইবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে।
Location : লাক্ষাদ্বীপের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হল এই মিনিকয় দ্বীপ। যেটি কিনা আরব সাগরের তীরে অবস্থিত।
How To Reach : আপনি যেকোনো মাধ্যম ধরেই এই মিনিকয় দ্বীপে আসতে পারবেন। তবে, প্লেনে আসা সবচেয়ে সুবিধাজনক। আর মিনিকয় দ্বীপের সবচেয়ে কাছের এয়ারপোর্ট হল আগাট্টি এয়ারপোর্ট। কোচি থেকে এখানে হামেশায়ই লোকজন আসেন।
Best Hotels : এখানে আপনি থাকার মতো অনেক হোটেল পেয়ে যাবেন। নিজের বাজেট অনুযায়ী বেছে নিতে পারেন।
Things To Do :
- এখানে অনেক নারকেল গাছের সারি আছে।
- আপনি এখানে ভ্রমণ করার জন্য নানান ধরণের মজার অপশন পাবেন।
Best Time To Visit : প্রতি সিজেনেই আপনি এখানে আসার পরিকল্পনা করতে পারেন। তবে, গরমের শুরু অথবা শীতের সময়টা এখানে আসার উপযুক্ত সময়।
Attraction Of Minicoy Island :
- ১৮৮৫ সালে ব্রিটিশদের তৈরি লাইটহাউস এখনকার মূল আকর্ষণ। যেটি উচ্চতায় ১৬০-১৭০ ফুট। দীর্ঘদিন ধরে এটি আকর্ষনের মূল কেন্দ্র হয়ে রয়েছে বলা যায়।
- ওখানকার আরও একটি জনপ্রিয় বিষয় হল ওখানকার মসজিদ। যেটি দীর্ঘদিন ধরে ঐতিহাসিক জায়গা হিসেবে পরিচিতি পেয়ে আসছে।
- এই মিনিকয় দ্বীপের শ্রেষ্ঠ জায়গা হল আগাট্টি দ্বীপ।
তবে, এখানেই শেষ নয়। এছাড়াও এই দ্বীপে নানান দেখারমতো জিনিস আছে। আর সেটা দেখে উপভোগ করতে হলে আপনাকে একবার হলেও এই দ্বীপে পা রাখতে হবে। তাহলে আর দেরি কিসের আজই আগামী ছুটির ডেস্টিনেশন হিসেবে এই বিচকে বেছে নিন।
Leave a Reply