1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
Travel : খরচ নামমাত্র! একঘেয়ে পুরী-দীঘা ভুলে ঘুরে আসুন 'Majorda Beach' থেকে, পাবেন স্বর্গ সুখ - Newshost24

September 25, 2023, 5:30 pm

News Headline :
নতুনদের চাকরি দিচ্ছে ইস্টার্ন ব্যাংক, কর্মস্থল ঢাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অফিসার পদে চাকরি ৫০ জনকে চাকরি দেবে আগোরা, যোগ্যতা এসএসসি পাস Duare Dalil: বাড়িতে বসেই মিলবে দলিল, রাজ্য সরকারের নয়া উদ্যোগ ‘দুয়ারে দলিল পরিষেবা’ Personality: হাঁটার ধরণ প্রকাশ করে ব্যক্তিত্ব, আপনি ব্যক্তিত্ব জানান দেয় আপনার হাঁটার ধরণ Chanakya niti for Woman: এই গুণসম্পন্ন মহিলারা স্বামীর জীবনে সৌভাগ্য আনে, গুণগুলি জেনে নিন Mamata Banerjee: দুবাই থেকে লগ্নি আনছেন মুখমন্ত্রী! বাংলায় বিনিয়োগ করবে বিখ্যাত লুলু গোষ্ঠী Bread pakora: কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন এই মুখরোচক, রেসিপি জেনে নিন Srijit Mukherji Birthday: বিচ্ছেদ নিয়ে জল্পনা, এর মাঝেই সৃজিতের জন্মদিনে মিথিলার আদুরে শুভেচ্ছা বার্তা Bank license cancelled: লাগাতার নিয়ম ভঙ্গ, পুজোর আগে এই ব্যাঙ্কের লাইসেন্স কেড়ে নিল RBI

Travel : খরচ নামমাত্র! একঘেয়ে পুরী-দীঘা ভুলে ঘুরে আসুন ‘Majorda Beach’ থেকে, পাবেন স্বর্গ সুখ

Travel : খরচ নামমাত্র! একঘেয়ে পুরী-দীঘা ভুলে ঘুরে আসুন ‘Majorda Beach’ থেকে, পাবেন স্বর্গ সুখ

Travel : খরচ নামমাত্র! একঘেয়ে পুরী-দীঘা ভুলে ঘুরে আসুন 'Majorda Beach' থেকে, পাবেন স্বর্গ সুখ
Travel : খরচ নামমাত্র! একঘেয়ে পুরী দীঘা ভুলে ঘুরে আসুন 'Majorda

বাঙালি একদিকে যেমন ভোজন রসিক তেমনই আবার অন্যদিকে তারা ঘুরতেও বেশ ভালোবাসেন। আর কাছেপিঠে ঘোরা বলতে সবার দিপুদা তো রয়েছেই। কিন্তু একঘেঁয়ে দীঘা-পুরী-দার্জিলিং থেকে বেরিয়ে একটু স্বাদ বদলাতে ঘুরে আসতে পারেন মাজোর্দা বিচ থেকে। ছুটি কাটাতে বহু মানুষ গোয়া যান। কিন্তু কখনও কি এই মাজোর্দা বিচে গিয়েছেন? চলুন আজ আমাদের কলমের হাত ধরে পা রাখুন ছবির মতো সুন্দর সেই বিচে।

Travel : খরচ নামমাত্র! একঘেয়ে পুরী-দীঘা ভুলে ঘুরে আসুন 'Majorda Beach' থেকে, পাবেন স্বর্গ সুখ

যেমনই সুন্দর এই বিচ তেমনই অপরুপ প্রাকৃতিক দৃশ্য। মন ভালো করতে এমন পরিবেশের চেয়ে আর কিছু লাগবে বলে মনে হয় না। আর তাইতো দূর-দুরন্ত থেকে মানুষজন ছুটে আসেন এই বিচে। চলুন এবার একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

  • Location : বালিয়াড়িতে ভরা এই মাজোর্দা বিচ দক্ষিণ গোয়াতে অবস্থিত।
  • How To Reach : পানাজি হল গোয়ার রাজধানী। যেটি কিনা মাজোর্দা বিচ থেকে ২৯ কিলোমিটার দূরে অবস্থিত। আর তাই আপনি বিচে পৌঁছানোর জন্য ট্যাক্সি ধরে নিতে পারেন। গোয়া এয়ারপোর্ট থেকে আপনি ৩০ মিনিটে এই বিচে পৌঁছে যেতে পারেন।
  • Best Hotels : মাজোর্দা বিচে আপনি পৌঁছানো মাত্রই নিজেদের বাজেট অনুযায়ী অনেক হোটেল পেয়ে যাবেন। এমনকি অনেক লাক্সারি হোটেলও পাবেন। যেখানে মজা নেওয়ার সমস্ত ব্যবস্থাই আপনি পাবেন। চাইলে আপনি বিচের ধারে লেট নাইট পার্টিও করতে পারেন। এছাড়াও আপনি নানান বার, নাইট ক্লাব, রেস্টুরেন্টও পেয়ে যাবেন।

Travel : খরচ নামমাত্র! একঘেয়ে পুরী-দীঘা ভুলে ঘুরে আসুন 'Majorda Beach' থেকে, পাবেন স্বর্গ সুখ

  1. এই বিচের কাছাকাছি দামোদর মন্দির আছে।
  2. এছাড়াও বিচের নিকটবর্তী এলাকায় চার্চ আছে।
  3. এমনকি আপনি চাইলে বেনানা রাইড করতে পারবেন।
  4. এছাড়াও রয়েছে একাধিক নারকেল গাছের সারি।
  5. তবে, এখানেই শেষ নয় এই বিচে রয়েছে আরও অনেক কিছু। আর সেসব উপভোগ করতে চাইলে আপনাকে একবার হলেও এই বিচে ঢুঁ মারতে হবে।

Travel : খরচ নামমাত্র! একঘেয়ে পুরী-দীঘা ভুলে ঘুরে আসুন 'Majorda Beach' থেকে, পাবেন স্বর্গ সুখ

  • Best Time To Visit: নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই জায়গা ঘোরার সবচেয়ে ভালো সময়।

তাহলে আর দেরি কিসের আজই আগামী ছুটির ডেস্টিনেশন হিসেবে এই মাজোর্দা বিচকে বেছে নিন।


#Travel #খরচ #নমমতর #একঘয #পরদঘ #ভল #ঘর #আসন #Majorda #Beach #থক #পবন #সবরগ #সখ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews