বাঙালি একদিকে যেমন ভোজন রসিক তেমনই আবার অন্যদিকে তারা ঘুরতেও বেশ ভালোবাসেন। আর কাছেপিঠে ঘোরা বলতে সবার দিপুদা তো রয়েছেই। কিন্তু একঘেঁয়ে দীঘা-পুরী-দার্জিলিং থেকে বেরিয়ে একটু স্বাদ বদলাতে ঘুরে আসতে পারেন মাজোর্দা বিচ থেকে। ছুটি কাটাতে বহু মানুষ গোয়া যান। কিন্তু কখনও কি এই মাজোর্দা বিচে গিয়েছেন? চলুন আজ আমাদের কলমের হাত ধরে পা রাখুন ছবির মতো সুন্দর সেই বিচে।
যেমনই সুন্দর এই বিচ তেমনই অপরুপ প্রাকৃতিক দৃশ্য। মন ভালো করতে এমন পরিবেশের চেয়ে আর কিছু লাগবে বলে মনে হয় না। আর তাইতো দূর-দুরন্ত থেকে মানুষজন ছুটে আসেন এই বিচে। চলুন এবার একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
- Location : বালিয়াড়িতে ভরা এই মাজোর্দা বিচ দক্ষিণ গোয়াতে অবস্থিত।
- How To Reach : পানাজি হল গোয়ার রাজধানী। যেটি কিনা মাজোর্দা বিচ থেকে ২৯ কিলোমিটার দূরে অবস্থিত। আর তাই আপনি বিচে পৌঁছানোর জন্য ট্যাক্সি ধরে নিতে পারেন। গোয়া এয়ারপোর্ট থেকে আপনি ৩০ মিনিটে এই বিচে পৌঁছে যেতে পারেন।
- Best Hotels : মাজোর্দা বিচে আপনি পৌঁছানো মাত্রই নিজেদের বাজেট অনুযায়ী অনেক হোটেল পেয়ে যাবেন। এমনকি অনেক লাক্সারি হোটেলও পাবেন। যেখানে মজা নেওয়ার সমস্ত ব্যবস্থাই আপনি পাবেন। চাইলে আপনি বিচের ধারে লেট নাইট পার্টিও করতে পারেন। এছাড়াও আপনি নানান বার, নাইট ক্লাব, রেস্টুরেন্টও পেয়ে যাবেন।
- এই বিচের কাছাকাছি দামোদর মন্দির আছে।
- এছাড়াও বিচের নিকটবর্তী এলাকায় চার্চ আছে।
- এমনকি আপনি চাইলে বেনানা রাইড করতে পারবেন।
- এছাড়াও রয়েছে একাধিক নারকেল গাছের সারি।
- তবে, এখানেই শেষ নয় এই বিচে রয়েছে আরও অনেক কিছু। আর সেসব উপভোগ করতে চাইলে আপনাকে একবার হলেও এই বিচে ঢুঁ মারতে হবে।
- Best Time To Visit: নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই জায়গা ঘোরার সবচেয়ে ভালো সময়।
তাহলে আর দেরি কিসের আজই আগামী ছুটির ডেস্টিনেশন হিসেবে এই মাজোর্দা বিচকে বেছে নিন।
Leave a Reply