1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
Travel : খরচ নামমাত্র! একঘেয়ে পুরী দীঘা ভুলে এবারের যাত্রা হোক 'Ganapatipule Beach', একবার গেলে ইচ্ছে হবেনা ফিরতে - Newshost24

September 26, 2023, 9:51 am

News Headline :
এসএসসি পাসে চাকরি দিচ্ছে ব্র্যাক বিভিন্ন পদে নিয়োগ দেবে সিটি ব্যাংক নতুনদের চাকরি দিচ্ছে ইস্টার্ন ব্যাংক, কর্মস্থল ঢাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অফিসার পদে চাকরি ৫০ জনকে চাকরি দেবে আগোরা, যোগ্যতা এসএসসি পাস Duare Dalil: বাড়িতে বসেই মিলবে দলিল, রাজ্য সরকারের নয়া উদ্যোগ ‘দুয়ারে দলিল পরিষেবা’ Personality: হাঁটার ধরণ প্রকাশ করে ব্যক্তিত্ব, আপনি ব্যক্তিত্ব জানান দেয় আপনার হাঁটার ধরণ Chanakya niti for Woman: এই গুণসম্পন্ন মহিলারা স্বামীর জীবনে সৌভাগ্য আনে, গুণগুলি জেনে নিন Mamata Banerjee: দুবাই থেকে লগ্নি আনছেন মুখমন্ত্রী! বাংলায় বিনিয়োগ করবে বিখ্যাত লুলু গোষ্ঠী Bread pakora: কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন এই মুখরোচক, রেসিপি জেনে নিন

Travel : খরচ নামমাত্র! একঘেয়ে পুরী দীঘা ভুলে এবারের যাত্রা হোক ‘Ganapatipule Beach’, একবার গেলে ইচ্ছে হবেনা ফিরতে

Travel : খরচ নামমাত্র! একঘেয়ে পুরী দীঘা ভুলে এবারের যাত্রা হোক ‘Ganapatipule Beach’, একবার গেলে ইচ্ছে হবেনা ফিরতে

Travel : খরচ নামমাত্র! একঘেয়ে পুরী দীঘা ভুলে এবারের যাত্রা হোক 'Ganapatipule Beach', একবার গেলে ইচ্ছে হবেনা ফিরতে
Travel : খরচ নামমাত্র! একঘেয়ে পুরী দীঘা ভুলে এবারের যাত্রা

Ganapatipule Beach : এখানেই যেন রয়েছে স্বর্গ। অন্তত একবার এই সমুদ্র সৈকতে ঘুরতে গেলে এমনটাই বলবেন আপনিও। প্রকৃতির অপার সৌন্দর্য এবং বিশালতা বারে বারে মুগ্ধ করবে আপনাকে। শরীর এলিয়ে দিতে ইচ্ছা করবে অনাবিল স্নিগ্ধতায়। আরব সাগরের কোঙ্কন উপকূলের দক্ষিণ প্রান্তে মহারাষ্ট্রের রত্নগিরিতে দণ্ডায়মান গণপতিপুলে (Ganapatipule Beach)।

প্রচলিত কাহিনী অনুযায়ী, এই সমুদ্র সৈকতে নাকি বসবাস করেন স্বয়ং গণপতি। আর তার নাম অনুসারেই রাখা হয়েছে এই স্থানটির নাম। অন্যদিকে ‘পুলে’ কথাটির অর্থ হলো বেলাভূমি। কেবলমাত্র সমুদ্র সৈকত এখানকার আকর্ষণ নয়, এখানে গেলেই দেখতে পাবেন পাহাড়ের পাদদেশে সুন্দর একটি মন্দির। লোকোমুখে প্রচলিত, কোনো এক উপজাতি মহিলার অসঙ্গত আচরণের জন্য গণপতি রাগাম্বিত হয়ে নিজ বাসগৃহ ছেড়ে নাকি এখানে এসে অধিষ্ঠিত হয়েছিলেন।

এখানেই শেষ নয়। সাধারনত ভারতীয় সব মন্দিরেই পূর্বমুখে অবস্থান করানো হয় ভগবানের মূর্তি। যদিও এই মন্দিরের গণপতি মূর্তি পশ্চিমমুখী। সমুদ্রের দিকে মুখ করেই অধিষ্ঠিত রয়েছেন গণপতি বাপ্পা।

ঘোরার জায়গা :

  • চারিদিকে সবুজে মোড়া। প্রায়, শ’খানেক ছোট ছোট বাড়ি ঘর রয়েছে এখানে।
  • শান্ত নিরালা প্রকৃতির সঙ্গে সোনালী সৈকত এবং ধর্মীয় পরিমণ্ডলের স্পর্শে গণপতিপুলের নিসর্গ রূপের বৈভবকে অনন্য করে তোলে।
  • এর খুব কাছেই রয়েছে রত্নগিরির রমত্যা। পশ্চিমে আরব সাগর।
  • রত্নগিরি সৈকত ছাড়াও আরো তিনটি প্রধান দ্রষ্টব্য রয়েছে। রয়েছে বার্মা নৃপতি থিবা প্রাসাদ, ভগবতী মন্দির এবং ভগবতী বন্দর।

Travel : খরচ নামমাত্র! একঘেয়ে পুরী দীঘা ভুলে এবারের যাত্রা হোক 'Ganapatipule Beach', একবার গেলে ইচ্ছে হবেনা ফিরতে

কোথায় থাকবেন : অক্টোবর থেকে মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত এখানকার জলবায়ু থাকে ভীষণ ভালো। মাঘ চতুর্থীতে অনুষ্ঠিত হয় গণপতি উৎসব। এই সময় যাওয়া যেতে পারে ঘুরতে। থাকার জন্য রয়েছে হোটেল, রিসোর্ট এবং লজ।

কীভাবে যাবেন : সড়কপথে যেতে গেলে মুম্বাই-গোয়া রোড হয়ে প্রথমে যেতে হবে নিভালি গ্রাম। এরপর সেখান থেকে প্রায় 32 কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন গণপতিপূলে (Ganapatipule Beach)।

Travel : খরচ নামমাত্র! একঘেয়ে পুরী দীঘা ভুলে এবারের যাত্রা হোক 'Ganapatipule Beach', একবার গেলে ইচ্ছে হবেনা ফিরতে

যদি ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে রত্নাগিরি এবং কার্বোতে স্টেশনে নামতে হবে সেখান থেকে স্টেট ট্রান্সপোর্ট বাস মিলবে সেই বাসে চড়েই পৌঁছে যাবেন নির্দিষ্ট গন্তব্যস্থলে।


#Travel #খরচ #নমমতর #একঘয #পর #দঘ #ভল #এবরর #যতর #হক #Ganapatipule #Beach #একবর #গল #ইচছ #হবন #ফরত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews