September 26, 2023, 9:51 am
Ganapatipule Beach : এখানেই যেন রয়েছে স্বর্গ। অন্তত একবার এই সমুদ্র সৈকতে ঘুরতে গেলে এমনটাই বলবেন আপনিও। প্রকৃতির অপার সৌন্দর্য এবং বিশালতা বারে বারে মুগ্ধ করবে আপনাকে। শরীর এলিয়ে দিতে ইচ্ছা করবে অনাবিল স্নিগ্ধতায়। আরব সাগরের কোঙ্কন উপকূলের দক্ষিণ প্রান্তে মহারাষ্ট্রের রত্নগিরিতে দণ্ডায়মান গণপতিপুলে (Ganapatipule Beach)।
প্রচলিত কাহিনী অনুযায়ী, এই সমুদ্র সৈকতে নাকি বসবাস করেন স্বয়ং গণপতি। আর তার নাম অনুসারেই রাখা হয়েছে এই স্থানটির নাম। অন্যদিকে ‘পুলে’ কথাটির অর্থ হলো বেলাভূমি। কেবলমাত্র সমুদ্র সৈকত এখানকার আকর্ষণ নয়, এখানে গেলেই দেখতে পাবেন পাহাড়ের পাদদেশে সুন্দর একটি মন্দির। লোকোমুখে প্রচলিত, কোনো এক উপজাতি মহিলার অসঙ্গত আচরণের জন্য গণপতি রাগাম্বিত হয়ে নিজ বাসগৃহ ছেড়ে নাকি এখানে এসে অধিষ্ঠিত হয়েছিলেন।
এখানেই শেষ নয়। সাধারনত ভারতীয় সব মন্দিরেই পূর্বমুখে অবস্থান করানো হয় ভগবানের মূর্তি। যদিও এই মন্দিরের গণপতি মূর্তি পশ্চিমমুখী। সমুদ্রের দিকে মুখ করেই অধিষ্ঠিত রয়েছেন গণপতি বাপ্পা।
ঘোরার জায়গা :
কোথায় থাকবেন : অক্টোবর থেকে মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত এখানকার জলবায়ু থাকে ভীষণ ভালো। মাঘ চতুর্থীতে অনুষ্ঠিত হয় গণপতি উৎসব। এই সময় যাওয়া যেতে পারে ঘুরতে। থাকার জন্য রয়েছে হোটেল, রিসোর্ট এবং লজ।
কীভাবে যাবেন : সড়কপথে যেতে গেলে মুম্বাই-গোয়া রোড হয়ে প্রথমে যেতে হবে নিভালি গ্রাম। এরপর সেখান থেকে প্রায় 32 কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন গণপতিপূলে (Ganapatipule Beach)।
যদি ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে রত্নাগিরি এবং কার্বোতে স্টেশনে নামতে হবে সেখান থেকে স্টেট ট্রান্সপোর্ট বাস মিলবে সেই বাসে চড়েই পৌঁছে যাবেন নির্দিষ্ট গন্তব্যস্থলে।
#Travel #খরচ #নমমতর #একঘয #পর #দঘ #ভল #এবরর #যতর #হক #Ganapatipule #Beach #একবর #গল #ইচছ #হবন #ফরত
Leave a Reply