1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
Travel : খরচ নামমাত্র! স্বাদ বদলাতে দীঘা-পুরী ভুলে ঘুরে আসুন কাছের এই 'Muzhappilangad Beach' থেকে, পাবেন স্বর্গ সুখ - Newshost24

September 30, 2023, 11:07 am

News Headline :
স্কয়ার ফুডে সেলস অফিসার পদে চাকরি Kangana Ranaut: আগামী ডিসেম্বরে বাগদান সারবেন অভিনেত্রী কঙ্গনা রানাউত! পাত্র কে? Jeetu Kamal: “বাচ্চা বৌকে ভুলে গেলেন?’’ জিতু কামালের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে সমালোচনা Hello UPI: নতুন পরিষেবা আনছে এনপিসি, ভয়েস কমান্ডের মাধ্যমে করা যাবে লেনদেন Rakhi Sawant: তৈরি হবে রাখি সাওয়ান্তের বায়োপিক, রাখির চরিত্রে থাকবেন আলিয়া ভাট Social Media Guidelines: সোশ্যাল মিডিয়ায় নিয়ন্ত্রণে নতুন বিল কেন্দ্রের, তথ্যের উপর থাকবে কড়া নজর Hair fall: মেনে চলুন এই টিপস, দূর হবে চুল পড়ার সমস্যা Subject after Madhyamik: মাধ্যমিকে না থাকলেও, উচ্চমাধ্যমিকে বৃত্তিমূলক বিষয় নিয়ে পড়ার সুযোগ রাজ্যের পড়ুয়াদের Kanchan Mallick: কাঞ্চন মল্লিক প্রথম জীবনে ৯০০ টাকার বিনিময়ে সেলুনে ম্যানেজারের কাজ করেছেন ATM Card: এটিএম কার্ড রয়েছে? মিলবে ৫ লক্ষ টাকা পর্যন্ত বীমা কভারেজ, কীভাবে জেনে নিন

Travel : খরচ নামমাত্র! স্বাদ বদলাতে দীঘা-পুরী ভুলে ঘুরে আসুন কাছের এই ‘Muzhappilangad Beach’ থেকে, পাবেন স্বর্গ সুখ

Travel : খরচ নামমাত্র! স্বাদ বদলাতে দীঘা-পুরী ভুলে ঘুরে আসুন কাছের এই ‘Muzhappilangad Beach’ থেকে, পাবেন স্বর্গ সুখ

Travel : খরচ নামমাত্র! স্বাদ বদলাতে দীঘা-পুরী ভুলে ঘুরে আসুন কাছের এই 'Muzhappilangad Beach' থেকে, পাবেন স্বর্গ সুখ
Travel : খরচ নামমাত্র! স্বাদ বদলাতে দীঘা পুরী ভুলে ঘুরে আসুন

কেরালা রাজ্য ঘুরতে গেলে হয়তো আপনাকে মাসখানেক সময় নিতে হবে। কারণ রাজ্যের প্রতিটি আলাদা জেলায় যা লুকিয়ে আছে তা সত্যি আশ্চর্যের। ভারতের উত্তর যেমন ভূ-স্বর্গ ঠিক দক্ষিনের প্রাকৃতিক সৌন্দর্য যেন ক্যানভাসে আঁকা। তেমনই আজকের এই বিশেষ প্রতিবেদনে জানাবো কেরালার বিখ্যাত একটি সৈকত সম্পর্কে। কেরালার সবথেকে সুন্দর, পরিষ্কার ও বিখ্যাত এই সৈকতে ঢু না মারলে কার্যত অসম্পূর্ণ থাকবে আপনার এই ভ্রমণ। চলুন তাহলে কেরালার এই বিশেষ দ্বীপ ভ্রমণ করে আসা যাক।

কিভাবে যাবেন : হাওড়া থেকে কেরালার ট্রেনে চেপে আপনাকে যেতে হবে কান্নুর জংশন। সেখান থেকে মাত্র কয়েক কিমি দূরে অবস্থিত ‘মুজাপ্পিলাংগাদ সমুদ্র সৈকত’। বিমানে যেতে হলে কালিকট বিমান বন্দর হয়ে আপনাকে যেতে হবে। যার দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার মতো।

কোথায় থাকবেন : এই সৈকতের পাশেই প্রচুর হোটেল আছে। তবে দামি থেকে কমদামি সাধ্যের মধ্যে সব রকমের হোটেল পেয়ে যাবেন। অনেকে আবার থাকে কান্নুর শহরে। তবে সিজনে গেলে আগে থেকে অবশ্যই অনলাইনের মাধ্যমে বুকিং করে নেবেন। ভাড়া কিন্তু খানিক বেড়ে যায় তা আগে থেকেই জেনে রাখা ভালো।

Travel : খরচ নামমাত্র! স্বাদ বদলাতে দীঘা-পুরী ভুলে ঘুরে আসুন কাছের এই 'Muzhappilangad Beach' থেকে, পাবেন স্বর্গ সুখ

কি কি দেখবেন : 

  1. দুর্দান্ত সুন্দর এই সৈকত সাথেই এখানে খুব কম লোকের সমাগম থাকে।
  2. ‘মুজাপ্পিলাংগাদ সৈকত’ লম্বায় ৪ কিমি। তারপরে বোল্ডার ও বিশাল রাস্তা আরও সুন্দর করে তুলেছে।
  3. এই দ্বীপে সম্পূর্ণ সাদা বালির ছড়াছড়ি। তাই খালি পায়ে হাঁটার অনুভূতি খুবই ভালো হবে।
  4. এই সৈকত সম্পূর্ণ সমতল ও স্নান করার জন্য খুবই সুন্দর যার ফলে আপনি নির্ভয়ে সাঁতার কাটতে পারবেন।

Travel : খরচ নামমাত্র! স্বাদ বদলাতে দীঘা-পুরী ভুলে ঘুরে আসুন কাছের এই 'Muzhappilangad Beach' থেকে, পাবেন স্বর্গ সুখ

কখন যাবেন : এই স্থানে যাওয়ার সবচেয়ে ভালো সময় অক্টোবরব থেকে মার্চ মাস পর্যন্ত। আবহাওয়া থাকে মনোরম ও বাতাসে আদ্রতার পরিমান কম থাকে।

খরচ : কেরালা রাজ্য একটু খরচ সাপেক্ষ। তাই রাজ্যের যে কোনো স্থানে ঘুরতে একটু বেশি খরচ হবেই। ১০,০০০ – ১২,০০০ টাকা মতো খরচ হবার সম্ভবনা আছে।


#Travel #খরচ #নমমতর #সবদ #বদলত #দঘপর #ভল #ঘর #আসন #কছর #এই #Muzhappilangad #Beach #থক #পবন #সবরগ #সখ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews