September 30, 2023, 11:07 am
কেরালা রাজ্য ঘুরতে গেলে হয়তো আপনাকে মাসখানেক সময় নিতে হবে। কারণ রাজ্যের প্রতিটি আলাদা জেলায় যা লুকিয়ে আছে তা সত্যি আশ্চর্যের। ভারতের উত্তর যেমন ভূ-স্বর্গ ঠিক দক্ষিনের প্রাকৃতিক সৌন্দর্য যেন ক্যানভাসে আঁকা। তেমনই আজকের এই বিশেষ প্রতিবেদনে জানাবো কেরালার বিখ্যাত একটি সৈকত সম্পর্কে। কেরালার সবথেকে সুন্দর, পরিষ্কার ও বিখ্যাত এই সৈকতে ঢু না মারলে কার্যত অসম্পূর্ণ থাকবে আপনার এই ভ্রমণ। চলুন তাহলে কেরালার এই বিশেষ দ্বীপ ভ্রমণ করে আসা যাক।
কিভাবে যাবেন : হাওড়া থেকে কেরালার ট্রেনে চেপে আপনাকে যেতে হবে কান্নুর জংশন। সেখান থেকে মাত্র কয়েক কিমি দূরে অবস্থিত ‘মুজাপ্পিলাংগাদ সমুদ্র সৈকত’। বিমানে যেতে হলে কালিকট বিমান বন্দর হয়ে আপনাকে যেতে হবে। যার দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার মতো।
কোথায় থাকবেন : এই সৈকতের পাশেই প্রচুর হোটেল আছে। তবে দামি থেকে কমদামি সাধ্যের মধ্যে সব রকমের হোটেল পেয়ে যাবেন। অনেকে আবার থাকে কান্নুর শহরে। তবে সিজনে গেলে আগে থেকে অবশ্যই অনলাইনের মাধ্যমে বুকিং করে নেবেন। ভাড়া কিন্তু খানিক বেড়ে যায় তা আগে থেকেই জেনে রাখা ভালো।
কি কি দেখবেন :
কখন যাবেন : এই স্থানে যাওয়ার সবচেয়ে ভালো সময় অক্টোবরব থেকে মার্চ মাস পর্যন্ত। আবহাওয়া থাকে মনোরম ও বাতাসে আদ্রতার পরিমান কম থাকে।
খরচ : কেরালা রাজ্য একটু খরচ সাপেক্ষ। তাই রাজ্যের যে কোনো স্থানে ঘুরতে একটু বেশি খরচ হবেই। ১০,০০০ – ১২,০০০ টাকা মতো খরচ হবার সম্ভবনা আছে।
#Travel #খরচ #নমমতর #সবদ #বদলত #দঘপর #ভল #ঘর #আসন #কছর #এই #Muzhappilangad #Beach #থক #পবন #সবরগ #সখ
Leave a Reply