September 26, 2023, 9:16 am
কাজে ব্যস্ততার মাঝে হাতে একদিন কিংবা দুদিনের সময় পেলেই দীঘার উদ্দেশ্যে রওনা দেন অনেকেই। আবার হাতে যদি একটু বেশি সময় থাকে তাহলে বাঙালির প্রথম পছন্দ পুরী। এখানে যেমন সমুদ্র সৈকতের আনন্দ নিতে পারেন ঠিক তেমনই রয়েছে জগন্নাথ দেবের মন্দির। আর সে কারণেই বারে বারে সেখানে ছুটে যেতে পছন্দ করেন বাঙালিরা। তবে দিপুদার বাইরেও তো একটা জগত আছে সেটা হয়তো অনেকে ভুলেই গেছেন। তাইতো নতুন সমুদ্র সৈকতের ঠিকানা দিতে চলে এলাম আমরা।
আমাদের চারিপাশে এমন অনেকেই আছেন যারা একটু নির্জন স্থানে ঘুরতে যেতে ভালোবাসেন। দীঘার ভিড় অনেকেরই পছন্দ নয়। আপনিও যদি তেমন মানুষ হয়ে থাকেন তাহলে ঘুরে আসতে পারেন মহারাষ্ট্রের তারকারলি সমুদ্র সৈকত থেকে। এই সমুদ্র সৈকত খুব সহজেই মন জিতে নেবে আপনার। সবুজের ঘেরা টোপে এবং সমুদ্রের হাতছানিতে মানসিক যন্ত্রণা দূর হয়ে যাবে।
সারা বছর মনোরম আবহাওয়া বিরাজ করে এই সমুদ্র সৈকতে। তবে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়াই ভালো। এই সময় গেলে সমুদ্রের জলে স্নান করতে পারবেন পর্যটকেরা। নিতে পারবেন দশটি সেরা জিনিসের মজা। সূর্যের নিচে বাস্কিন বা সমুদ্র সৈকত হপিং করার পাশাপাশি পর্যটকেরা রোমাঞ্চকর বেশকিছু কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন। কী কী? জেনে নেওয়া যাক বিস্তারিত।
স্কুবা ডাইভিং : যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য অসাধারণ জায়গা এটি। স্কুবা ড্রাইভিং এর জন্য একটি দুর্দান্ত গন্তব্যস্থল হতে পারে তারকারলি সমুদ্র সৈকত।
কলা বোট রাইড : সমুদ্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়ানোর জন্য রয়েছে কলা বোট।
জেট স্কিইং : এখানকার আর একটি দুর্দান্ত অ্যাডভেঞ্চার যা সাধারণ মানুষ পছন্দ করেন সেটি হল জেট স্কিইং।
পাখি : পাখি পর্যটকদের জন্য অসাধারণ জায়গা তারকারলি। নানান রকম প্রজাতির পাখি দেখতে পাওয়া যায় এখানে। আসলে পশ্চিম ঘাটের নিকটবর্তী হওয়ার কারণে সবুজ গাছপালা এবং সামুদ্রিক সম্পদের কারণে এখানে মালবার পাইড হর্নবিল, ব্ল্যাক লোরড টিট সহ নানান ধরনের পাখির দেখা পাওয়া যায়।
এছাড়াও ডলফিন সাফারি, বিচ হপিং করা যাবে এখানে। ঘোরার জন্য রয়েছে বেশ কয়েকটি জায়গা।
এই সমুদ্র সৈকতে পৌঁছানোর সবচেয়ে ভালো উপায় হল ট্রেন।
#Travel #ভল #যবন #একঘয #দঘপরর #সনদরয #নমমতর #খরচ #ঘর #আসন #কছর #এই #Tarkarli #Beach #থক #পবন #সবরগ #সখ
Leave a Reply