September 25, 2023, 5:06 pm
Tulsi Money Totka : হিন্দু ধর্মে তুলসী গাছকে (Tulsi Plant) অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয়। প্রচলিত কাহিনী অনুযায়ী, তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মীর বাস। আর তাই অধিকাংশ বাড়িতেই দেখা যায় এই গাছ। নিয়ম করে অনেকেই নিত্যদিন জল দেন এই গাছে। হিন্দু শাস্ত্র মতে, তুলসী গাছের মধ্যে কেবলমাত্র একটি শুভ জিনিস বেঁধে দিলেই ভরে যাবে অর্থভাণ্ডার। সংসারে ফিরে আসবে সুখ।
যেভাবে পুজো করবেন তুলসী গাছের : সকালে স্নান করেই একটি পাত্রে জল নিয়ে তুলসী গাছে অর্পণ করা যেতে পারে। এরপর লাল সিঁদুর এবং হলুদ লাগাতে হবে ও অন্তত তিনবার প্রদক্ষিণ করতে হবে গাছ। প্রদক্ষিণ করার সময় ফুল নিবেদন করা যেতে পারে। এরপর জ্বালাতে হবে ঘি এর প্রদীপ এতেই বাড়িতে বজায় থাকবে সুখ-শান্তি।
#Tulsi #Money #Totka #রতরত #হবন #কঙল #থক #মলমল #নযম #মন #তলস #গছ #বধন #এই #শভ #জনস
Leave a Reply