সময়ের সাথে সাথে অটোমোবাইল দুনিয়ায় প্রতিযোগিতা ক্রমাগত বেড়েই চলেছে। তাইতো দুটি ভিন্ন সংস্থা যখন একই ধরনের বাইক বাজারে লঞ্চ করে তখন তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়। পাশাপাশি গ্রাহকেরাও চিন্তায় পড়ে যান কোন বাইকটি তারা কিনবেন। এই যেমন ২০০৩ সালে প্রথম বাজারে এসেছিল ‘Hero Karizma’, তার ঠিক ২০ বছর পর এই বাইকটিকে নতুন রূপে নিয়ে এসেছে সংস্থা। যার নাম ‘Hero Karizma XMR 210’। তবে এই প্রিমিয়াম বাইকটিকে টেক্কা দিতে বাজারে উপলব্ধ রয়েছে ‘TVS Apache RTR 200 4V’।
আজ আমরা এই দুই বাইকের ফিচার সম্পর্কে আলোচনা করবো। ফলে আপনি সহজেই বুঝতে পারবেন কোন বাইকটি কেনা আপনার জন্য লাভজনক হবে।
Hero Karizma XMR 210- এতে রয়েছে ২১০ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিক্যুইড কুল্ড ইঞ্জিন। যেখানে সর্বাধিক ২৫.১৫ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন হয়। বাইকটি নিয়ন্ত্রণ করবে ৬ স্পীড গিয়ারবক্স। সুরক্ষার জন্য দুই চাকাতেই ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল এবিএস সিস্টেম দেওয়া হয়েছে। সংস্থার দাবী এই বাইকটির মাইলেজ ৩২ কিলোমিটার। অন্যান্য ফিচার দেখলে এতে রয়েছে এলইডি ডিআরএল, এলইডি হেডলাইট, ব্লুটুথ কানেকশন, নেভিগেশন ইত্যাদি।
দাম: বর্তমানে বাইকটির এক্স-শোরুম মূল্য ১.৭৩ লক্ষ টাকা। যেটি মূলত তিনটি রঙে উপলব্ধ হয়েছে। যেগুলি হলো কালো, হলুদ এবং লাল।
TVS Apache RTR 200 4V- এতে রয়েছে ১৯৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যেখানে সর্বাধিক ২০.৫৪ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন হয়। দুই চাকাতেই সিঙ্গেল চ্যানেল ও ডুয়াল চ্যানেল এবিএস সিস্টেম-সহ ডিস্ক ব্রেক রয়েছে। এই বাইকটিতে পাবেন ৪১ কিলোমিটার মাইলেজ। অন্যান্য ফিচার হিসেবে রয়েছে মোবাইল কানেকশন, ডিজিটাল স্ক্রিন, এলইডি লাইটিং।
দাম: সিঙ্গেল চ্যানেল এবিএস- ১.৪২ লক্ষ টাকা। ডুয়াল চ্যানেল এবিএস- ১.৪৭ লক্ষ টাকা।
Leave a Reply