জ্বালানি চালিত বাইকের দাপট ক্রমশ ফিকে হয়ে আসছে বাজারে। ক্রমে ক্রমে বিক্রি বাড়ছে ইলেকট্রিক মোটরসাইকেলের। জ্বালানির ক্রমবর্ধমান দামের কারণে বিকল্প পথ হিসেবে ইতিমধ্যে অনেকেই বাড়িতে এনেছেন ইলেকট্রিক্স স্কুটার। আবার অনেকে আছেন যারা ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাবছেন।
তবে বাজেটের ইলেকট্রিক স্কুটারের মধ্যে কোনটি ভালো হবে সেই নিয়ে দ্বন্দ্বে রয়েছেন বহু গ্রাহক, বিশেষত ওলা ইলেকট্রিক নাকি টিভিএস আইকিউব সেই নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। আজকের প্রতিবেদনে রইলো এই দুই গাড়ি নিয়ে তুলনামূলক আলোচনা।
প্রতিদিনের যাতায়াতের জন্য বাজেটের মধ্যে দুটি অন্যতম ইলেকট্রিক স্কুটার OLA S1 PRO, TVS IQUBE. কিন্তু কোনটা কিনলে ফায়দা বেশি তা জানতে পরুন বিস্তারিত-
OLA S1 PRO- ওলা ইলেকট্রিকের S1 সিরিজের মডেল গুলি সৌখিনতার দিক দিয়ে যথেষ্ট এগিয়ে। OLA S1 pro সংস্থার টপ এন্ড মডেল যেখানে থাকছে 4kwh লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যাক সাথে মিলবে ৭৫০ ওয়াট চার্জার যা ফুল চার্জ করতে সময় নেয় সাড়ে ছয় ঘন্টা। বৈশিষ্ট্যের কথা বলে এই স্কুটারে মিলবে চারটি রাইডিং মোড- ইকো, নরমাল, স্পোর্টস, হাইপার। ট্রান্সমিশন রয়েছে অটোমেটিক আর এর সর্বোচ্চ শক্তি 8500 ওয়াট। কোম্পানির দাবি অনুযায়ী এই স্কুটারটি ফুল চার্জের 181 কিমি রেঞ্জ দিতে সক্ষম আর এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১১৬ কিমি।
TVS iQube- এতে উপস্থিত রয়েছে ৩.০৪ কিলোওয়াট আয়ন ব্যাটারি প্যাক যা ফুল চার্জে ১১৫ কিলোমিটারের বেশি রেঞ্জ প্রদানের সক্ষম। এরই সাথে রয়েছে ৬৫০ ওয়াট চার্জার। এই গাড়ির ব্যাটারি 0 থেকে 80% চার্জ হতে সময় নেয় ৫ ঘন্টা। ইকো এবং পাওয়ার এই দুই রাইডিং মোড পাওয়া যাবে স্কুটারটিতে। যার টপ স্পিড ৭৮ km প্রতি ঘন্টা।
দামের নিরিখে বিচার করতে গেলে এই মুহূর্তে OLA S1 PRO-এর দাম ১ লক্ষ ২৪ হাজার ৯৯৯ টাকা। অপরদিকে TVS iQube-এর দাম ৯৯১৩০ টাকা। এবার নিজেরাই বেছে নিন আপনার জন্য কোনটি ভালো অপশন হতে চলেছে। প্রসঙ্গত এই দুই সংস্থায় খুব শীঘ্র আরও দুটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে যেগুলি হবে বাজেট ফ্রেন্ডলি।
Leave a Reply