বর্তমানে প্রাপ্ত বয়স্ক মানুষের পাশাপাশি কিশোরেরা দুই চাকা গাড়ির প্রতি আকৃষ্ট হচ্ছে। আর তাদের আকৃষ্ট করার জন্য স্কুটার কোম্পানিগুলি আনছে নিত্য নতুন মডেল। যা দেখে তারা আরও আকৃষ্ট হবে। সম্প্রতি স্কুটারের দোকানে কলেজ পড়ুয়াদের আনাগোনা বেড়ে গিয়েছে। তেমনই একটি স্কুটার হল Honda Dio 125। এই সংস্থা তাদের কারখানায় তৈরি হওয়া স্কুটার Honda Dio 125 ভারতের বাজারে লঞ্চ করেছে। এর পাশাপাশি আরেকটি স্কুটার যা হন্ডা কুটারের প্রতিপক্ষ হিসেবে বাজারে এসেছে তা হল TVS Ntorq 125 Race XP।
তবে কোনটি কিনবেন সেই বিষয়ে বেশ চিন্তিত রয়েছেন অনেকে। আজকের প্রতিবেদনে রইল এই দুই স্কুটারের বিস্তারিত বিবরণ। Honda Dio 125 স্কুটারটি এটির পুরোনো মডেল Dio 110-এর সঙ্গে বেশ সামঞ্জস্যপূর্ণ। তবে নতুন মডেলটি বেশ শক্তিশালী ও স্টাইলিশ। স্কুটারটিতে রয়েছে একাধিক ফিচার্স। এটি ১২৩.৯৭ সিসি ভার্সনে একটি ইঞ্জিন দ্বারা গঠিত। এটির দাম শুরু ৮৩,৪০০ টাকা থেকে ৯১,৩০০ টাকা। এতে রয়েছে একটি ১২৩.৯৭ সিসি ইঞ্জিন, ফুয়েল ইনজেকটেড পাওয়ারট্রেন।
ইঞ্জিনটি ১০.৩ এনএম টর্ক ও ৮.২৫ বিএইচপি পাওয়ার উৎপন্ন করে। অপরদিকে TVS Ntorq 125 Race XP স্কুটারটি আকর্ষণীয় গ্রাফিক্স ও নজরকাড়া স্টাইলে ভরা। স্কুটারটি ১২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দিয়ে তৈরি। ইঞ্জিনটি ১২৫ সিসি ও এটি ১০.২ পিএস শক্তি উৎপন্ন করে ও ১০.৮ এনএম টর্ক উৎপন্ন করে। স্কুটারটির দাম ৯৬,৬৪১ টাকা, এটি স্কুটারের স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের দাম।
এটির স্মার্ট ভ্যারিয়েন্টের দাম ৯১,৩০০ টাকা। Honda Dio 125 ও TVS Ntorq 125 Race XP দুটি স্কুটারেই রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফ্রক, মোনোশক সাসপেশন। গাড়ির সামনে ও পিছন চাকায় রয়েছে ড্রাম ব্রেক। Ntorq মডেলে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন বাই টার্ন নেভিগেশন। কিন্তু Dio-এর স্কুটারে এই ফিচার্সগুলি নেই। এছাড়া Ntorq মডেলের ইঞ্জিন অনেক বেশি শক্তিশালী। সবদিক থেকে TVS Ntorq 125 Race XP স্কুটারটি বেশি শক্তিশালী। পারফরম্যান্স, ফিচার্স সবদিক থেকে এটি এগিয়ে।
Leave a Reply