September 21, 2023, 10:04 am
Ullu Web Series: অবশেষে হল অপেক্ষার অবসান! ‛Ullu’ তে রিলিজ হয়েছে ‛গাঁও কি গরমি’-এর (Gaon Ki Garmi) নতুন পার্ট। যা দেখে উষ্ণতার বন্যা বইছে নেটমাধ্যম জুড়ে। ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না এই সিরিজটি। অশালীনতার সীমা কিভাবে ছাড়াতে হয় তা বোধহয় এই কয়েকবছরে OTT প্ল্যাটফর্ম বুঝিয়ে দিয়েছে। পাশাপাশি এই OTT প্ল্যাটফর্ম দর্শকদের কাছে খুলে দিয়েছে প্রোডাকশনের নতুন রাস্তা। আর তাইতো ওটিটি প্ল্যাটফর্ম গুলিতে প্রায় প্রতিটি ঘরানার ওয়েব সিরিজ ঘরে বসে মানুষজন উপভোগ করতে পারেন।
যার কারণে মানুষজন হলমুখী না হয়ে অধিক পরিমাণে মোবাইল মুখী হচ্ছেন। কিন্তু তারই মধ্যে কিছু কিছু ওয়েব সিরিজ আছে যা আপনি পরিবারের সাথে দেখতে পারবেন না। এমনকি এই ওয়েবসিরিজ আপনাকে দেখতে গেলে বাচ্চাদের দূরে রাখতে হবে। বর্তমানে হিন্দির (Hindi) পাশাপাশি আঞ্চলিক ভাষাতেও ওয়েব সিরিজ (Web Series) তৈরি হচ্ছে। যারমধ্যে কিছু বাংলা ও ভোজপুরী ওয়েব সিরিজ নজর কেড়েছে সকলের।
তবে, হিন্দি ওয়েব সিরিজের চাহিদা সর্বত্র। বিশেষ করে এখন এডাল্ট ওয়েব সিরিজের জনপ্রিয়তা সবজায়গায় বেশি। আর সেই কারণেই ‛উল্লু’, ‛এমএক্স প্লেয়ার অনলাইন’, ‛অলট বালাজি’, ‛কোকু’-র মতো ওটিটি প্লাটফর্ম রয়েছে। সম্প্রতি ‛Ullu’ তে রিলিজ হয়েছে ‛গাঁও কি গরমি’-এর (Gaon Ki Garmi) নতুন পার্ট। এর আগের দুটি পার্টও বেশ জনপ্রিয়তা পেয়েছিল। আর এবারের এই পার্টটিতে একজন পুরুষকে দেখিয়ে শুরু হয়েছে। যেকিনা একটি বাড়ির জানালা থেকে লুকিয়ে একজন মহিলাকে দেখছিল। আর মহিলাটি তখন বাড়ির কাজ করছিল।
এই সিরিজে লজ্জার সমস্ত সীমা ছাড়িয়েছেন আয়েশা কাপুর, কানে হেডফোন গুঁজ
ঘনিষ্ঠ দৃশ্যে ভরপুর এই পাঁচটি ওয়েব সিরিজ, ঘরের দরজা বন্ধ করে একা দেখু
লজ্জার সব সীমা অতিক্রম করেছে এই ওয়েব সিরিজ, বাচ্চারা দূরে থাকো এই ভিড
Ullu Web Series: মামীর আড়ালে বয়স্ক মামার সঙ্গে চরম ঘনিষ্ঠ ভাগ্নি, বা
লজ্জার সীমা ছাড়িয়ে ছাত্রের সঙ্গে চরম ঘনিষ্ঠ শিক্ষিকা, ভুল করেও পরিবা
আশ্রমের আড়ালে চরম কুকীর্তি বাবা নিরালার, সাহসীকতার সমস্ত সীমা ছাড়িয়
ছেলেকে ঠকিয়ে ছেলের প্রেমিকার সঙ্গে চরম ঘনিষ্ঠ বাবা, ভুলেও পরিবারের সা
ঘনিষ্ঠ দৃশ্যে ভরপুর এই ৫ টি ওয়েব সিরিজ, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন
বরের অবর্তমানে শ্বশুরের সঙ্গে বিছানায় বৌমা, ভুলেও পরিবারের সামনে দেখব
মেয়ের দেওয়ের সাথে বিছানায় উঠলেন মহিলা, চরম ঘনিষ্ঠ দৃশ্যে ভরপুর এই ও
এরপর ছেলেটি নিঃশব্দে বাড়ির ভিতরে আসে। তারপর বাড়ির ভিতরে কাজ করতে থাকা ওই মহিলার সঙ্গে বাজি ধরেননি বরং একপ্রকার শর্ত দেন যে, প্রশ্নের ভুল উত্তর দিল পরণে থাকা একেকটি কাপড় খুলতে হবে। যথারীতি সেই শর্ত মেনে একেরপর এক প্রশ্ন করা হয়। কিন্তু মেয়েটি ভুল উত্তর দেয়। প্রশ্ন-উত্তর শেষে দুজনকে একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায়। আর তারপর থেকে দুজনের মধ্যে শুরু হয় অন্য সম্পর্ক। যা স্বাভাবিক নয়।
ওদিকে রাতের বেলা বাড়ির বাইরে আরও একটি দম্পতিকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। মেয়েটি ভয় পেয়ে যায় যদি তার বোন বিষয়টি জানতে পারে এমনকি লোক জানাজানি হয়ে যায়। তখন ছেলেটি মেয়েটিকে এই বলে আশ্বস্ত করে যে, তার বোনের স্বামীকে যেভাবে পথ থেকে সরানো হয়েছিল এক্ষেত্রেও তাই করা হবে। মূলত পরের দৃশ্যে আসতে চলেছে সাসপেন্স।
তবে, এই ওয়েবসিরিজটি আপনি পরিবারের সঙ্গে বসে একেবারেই দেখতে পারবেন না। কারণ এতে বোল্ড দৃশ্য রয়েছে। তাই একান্তে এই ওয়েব সিরিজটির মজা আপনি নিতেই পারেন।
#Ullu #web #series #উললর #এট #সবচয #ঘম #ঝরন #ওযব #সরজ #বচচর #দর #থক #এই #ভডও #থক
Leave a Reply