September 27, 2023, 5:05 am
Ullu Web Series: যতদিন যাচ্ছে ততই ওয়েব সিরিজ (Web Series) গুলির চাহিদা বাড়ছে। আজকালকার যুগে ওটিটি প্ল্যাটফর্ম গুলিতে প্রায় প্রতিটি ঘরানার ওয়েব সিরিজ ঘরে বসে মানুষজন উপভোগ করতে পারেন। আর সেই কারণেই মানুষজন হলমুখী না হয়ে অধিক পরিমাণে মোবাইল মুখী হচ্ছেন। কিন্তু তারই মধ্যে কিছু কিছু ওয়েব সিরিজ আছে যা আপনি পরিবারের সাথে দেখতে পারবেন না।
বর্তমানে হিন্দির (Hindi) পাশাপাশি আঞ্চলিক ভাষাতেও ওয়েব সিরিজ (Web Series) তৈরি হচ্ছে। যারমধ্যে কিছু বাংলা ও ভোজপুরী ওয়েব সিরিজ নজর কেড়েছে সকলের। তবে, হিন্দি ওয়েব সিরিজের চাহিদা সর্বত্র। বিশেষ করে এখন এডাল্ট ওয়েব সিরিজের জনপ্রিয়তা সবজায়গায় বেশি। আর সেই কারণেই ‛উল্লু’, ‛এমএক্স প্লেয়ার অনলাইন’, ‛অলট বালাজি’, ‛কোকু’-র মতো ওটিটি প্লাটফর্ম রয়েছে।
তবে, সম্প্রতি ‛Palang Tod Siskiyaan‘ নামের একটি ওয়েবসিরিজের কথা নতুন করে ভাইরাল হয়েছে। যেটি উল্লুর (Ullu Original) একটি ওয়েবসিরিজ। গতবছরের ডিসেম্বরে এটি রিলিজ করেছিল। চরম উষ্ণতায় ভরা এই ওয়েবসিরিজ যে আপনার মনেও ঝড় তুলবে তা বলাই বাহুল্য। এই ওয়েবসিরিজে অভিনয় করেছেন হিরাল রাদাদিয়া, নূর মালবিকা সহ আরও অনেকে। এই ওয়েবসিরিজটি আবার অনেকের কাছে Siskiyaan 3 ওয়েবসিরিজ নামেও পরিচিত।
গল্প অনুযায়ী একটি বাড়িতে তিনজন মহিলা ও দুজন পুরুষ থাকেন। বৃদ্ধ শারীরিকভাবে অসুস্থ থাকায় একজন দাসী তার দেখাশোনা করেন। যার নাম মারি। কিন্তু হঠাৎ করেই একদিন বাড়িওয়ালার ছেলে মারীকে কাজ থেকে বের করে দেন। আর সেই জায়গায় কাজে আসেন শীলা অর্থাৎ প্রিয়া গামরে। তারপর প্রিয়ার সঙ্গে বাবুজির সম্পর্ক গড়ে ওঠে। আর এই সম্পর্ক আসলে শেষমেশ কোনদিকে মোড় নেয় তা জানতে হলে আপনাকে এই ওয়েবসিরিজটি দেখতে হবে।
কিন্তু এই ওয়েবসিরিজটি আপনি পরিবারের সঙ্গে বসে একেবারেই দেখতে পারবেন না। কারণ এতে বোল্ড দৃশ্য রয়েছে। তাই একান্তে এই ওয়েব সিরিজটির মজা আপনি নিতেই পারেন।
#Ullu #Web #Series #ঘনষঠ #দশয #ঠস #এই #ওযব #সরজ #ভলও #বচচদর #সমন #কলক #করবন #ন
Leave a Reply