Knowledge Story : বৈদ্যুতিক জিনিসপত্র ব্যবহার করেন না এমন মানুষ বোধ হয় ভূ-ভারতে খুঁজলেও পাওয়া যাবে না। আমাদের সকলের বাড়িতেই রয়েছে ইলেকট্রিক সরঞ্জাম। রয়েছে বিদ্যুৎ পরিষেবা। ফ্যান, লাইট কিংবা এসি চালানোর জন্য প্রয়োজন পরে সুইচ বোর্ডের। তবে সুইচ বোর্ড গুলিকে কখনো ভালো করে দেখেছেন কি? কখনো ভেবে দেখেছেন কেন সুইচ বোর্ডের সকেট এর একেবারে উপরের ছিদ্রটি হয় সব থেকে বড়?
ভাবেননি তাই তো। আসলে এমন প্রশ্ন যে কেউ জিজ্ঞাসা করতে পারে সেটাই ভাবি না আমরা। তবে বর্তমানে সরকারি চাকরি কিংবা বেসরকারি চাকরির ইন্টারভিউতে নানান ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয়। তাই পুঁথিগত বিদ্যার থেকেও বেশি প্রয়োজন সাধারণ জ্ঞান সম্পর্কে জানা। এ ধরনের প্রশ্নের মাধ্যমে বিচার করা হয় চাকরি প্রার্থীর বুদ্ধি ঠিক কতটা। তাইতো নিত্যদিন Newshost24 আপনাদের জন্য নানান ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন-উত্তর নিয়ে হাজির হয়। আজকেও কিন্তু সময় মতো চলে এসেছি আমরা।
আমাদের দেশে যে ইলেকট্রনিক সুইচ বোর্ডের সকেট গুলি ব্যবহার করা হয় সেগুলিতে থাকে মোট 5 টি ছিদ্র। একেবারে ওপরের দিকের বড় ছিদ্রটি কেন থাকে? ৯৯% মানুষই বলতে পারেন না! আসলে ইলেকট্রনিক সুইচ বোর্ডের সকেটে একেবারে নিচে যে দুটি ছিদ্র থাকে সেগুলির মধ্যে একটিতে কারেন্ট প্রবাহিত হয় । অন্যটিতে প্রবাহিত হয় নিউট্রাল।
সাধারণত মোবাইল চার্জ করতে কিংবা যেকোনো ধরনের পরিষেবা পেতে এগুলি আমরা ব্যবহার করে থাকি। তবে একেবারে ওপরে যে বড় ছিদ্রটি থাকে সেটি সেভাবে কোনো কাজে লাগে না। আসলে এটি আর্থিং এর জন্য দেওয়া হয়। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, হঠাৎ করে যদি কোনো মেশিনের শর্ট সার্কিট হয় তাহলে আর্থিং তার কারেন্টকে মাটিতে নিয়ে যেতে পারে এর ফলে বড় বিপদের হাত থেকে আমরা রক্ষা পেয়ে থাকি। সে কারণেই ইলেকট্রনিক্স বোর্ডের সকেটের একেবারে উপরের বড় ছিদ্রটি থাকে।
Leave a Reply