September 25, 2023, 3:30 pm
Vastu Shastra : আমাদের আশেপাশে বহু মানুষ আছেন যারা কিনা টাকার অভাবে ভুগছেন। এককথায় বলা চলে আর্থিক অনটনে তাদের জীবন রীতিমতো জেরবার। কোনো কাজেই তারা সাফল্য পান না। সারাক্ষন তাদের জীবনে সমস্যা যেন লেগেই আছে। কিন্তু জানেন কি এমনি এমনি এসব কিছু হয় না। এর পিছনে বড়সড়ভাবে জড়িয়ে আছে বাস্তুশাস্ত্র। কেননা, বাস্তুদোষ থাকলেই জীবনে অন্ধকার ঘনিয়ে আসে। এমনকি যা জীবনকে শেষ করে দিতে পারে।
জীবন সুখের করতেই আমরা সকলেই চাই। কিন্তু তারপরেও আমরা অজান্তেই এমন কিছু কাজ করে থাকি যার প্রভাব কিনা গিয়ে পড়ে আমাদের জীবনে। প্রত্যেকের বাড়িতেই বাথরুম আছে। ঘরের পাশাপাশি এই বাথরুমও পরিষ্কার রাখা খুবই প্রয়োজন। কিন্তু তারপরেও কিছু মানুষ আছেন যারা কিনা জ্ঞানে বলুন বা অজ্ঞানে বাথরুমে এমন কিছু জিনিস রেখে দেন যার প্রভাব কিনা এসে পড়ে জীবনে। আজকের প্রতিবেদনে সে বিষয়েই বিস্তারিত আলোচনা করবো।
আজ আপনাদের সঙ্গে এমন কিছু জিনিসের কথা শেয়ার করবো যা কিনা কখনই বাথরুমে রাখবেন না। চলুন দেখে নেওয়া যাক সেগুলি কি কি।
১.ঝাঁটা : বাস্তুমতে বাথরুমের ভিতরে ঝাঁটা রাখা একেবারেই উচিত নয়। তাতে নাকি অশুভ শক্তি ছড়িয়ে পরে।
২.ভাঙা কাঁচ : ভুল করেও বাথরুমে ভাঙা কাঁচ বা আয়না রাখবেন না। এতে বাস্তুদোষ হয়। এমনকি চরম আর্থিক সংকটেও পরতে পারেন।
৩.ভেজা জামাকাপড় : অনেকেই আছেন যারা বাথরুমে কাচার পর সেখানেই জামাকাপড় রেখে দেন। কিন্তু এটি একেবারেই করা উচিত নয়। এতে নেগেটিভ এনার্জি বাড়তে পারে।
৪.খালি বালতি : বাস্তুশাস্ত্র মতে বাথরুমে খালি বালতি রাখা একেবারেই উচিত নয়। এটি অভাব ডেকে আনে।
৫.চুল : বাথরুমে চুল পড়াটা অতি সাধারণ একটি বিষয়। তবে, এই চুল কিন্তু বাথরুমেই রেখে দেবেন না। তাতে দারিদ্রতা দেখা দেবে।
৬. ছেঁড়া জুতো : অনেকেই আছেন বাথরুমে ছেঁড়া জুতো রাখেন। কিন্তু তা একেবারেই উচিত নয়। এতে নেগেটিভ এনার্জি বাড়ে।
তাহলে আর কি এবার থেকে বাথরুমে এসব রাখবেন না।
#Vastu #Shastra #বসত #মত #ভলও #বথরম #রখবন #ন #এই #৬ট #জনস #নম #আসব #চরম #সকট
Leave a Reply