September 26, 2023, 9:35 am
Viral Video : সোশ্যাল মিডিয়ার (Social Media) জামানায় সবকিছুই যেন হাতের মুঠোয়। বর্তমানে অবসর সময় কাটাতে অনেকেই ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করছেন সামাজিক মাধ্যমে। অনেকেই আবার এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আয় করছেন মোটা অঙ্কের টাকা। রিলস ভিডিও কিংবা মোটিভেশনাল ভিডিও আপলোড করেই রাতারাতি হয়ে উঠছেন স্টার। তবে এমনও অনেকে আছেন যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তুলে ধরছেন নিজেদের প্রতিভা।
করোনা, লকডাউন এর সময় থেকেই রমরমা বেড়েছে সোশ্যাল মিডিয়ার। বাড়িতে বসে সারাদিন কী করবেন সে কথা ভেবে কেউ খুলেছেন রান্নার চ্যানেল, কেউবা আবার মন দিয়েছেন ছবি আঁকাতে। অনেকেই আবার কোভিড পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে টেনে বের করে আনতে মোটিভেশনাল চ্যানেল কিংবা মজার ভিডিওর চ্যানেল খুলে বসেছেন। আয়ও হচ্ছে ভালোই। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে যে ভিডিওটি ঘুরে বেড়াচ্ছে সেটি দেখে রীতিমত ঘুম পড়ে গেছে নেটপাড়ার।
ভাইরাল ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে, অল্প বয়সের এক যুবক ডান পায়ের আঙ্গুলের মধ্যে ধরেছেন তীর। লক্ষ্যবস্তুর দিকে সজাগ নজর তাঁর। টার্গেট যেন কোনভাবে মিস না হয় সে কারণে শরীরের প্রায় অর্ধেকটা অংশ একেবারে ধনুকের মতন বেঁকিয়ে দিয়েছে সে। এরপরেই কয়েক ফুট দূরে বাধা বেলুনের দিকে রাখে লক্ষ্য। ছোট্ট ওই যুবকের এই প্রতিভা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। অনেকের কাছে তিনি কুড়িয়েছেন প্রশংসা।
তবে কেবলমাত্র সে একজন ভালো তীরন্দাজ এমনটাও নয় বরং পাশাপাশি ভালো জিমন্যাস্টিকও জানে ছোট্ট ওই ছেলেটি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা রীতিমত ভাইরাল। Viralbhayani নামক একটি ইনস্টাগ্রাম পেজ থেকে তুলে ধরা হয়েছে সেই ভিডিও। কমেন্ট বক্স জুড়ে বইতে শুরু করেছে প্রশংসার ঝড়। ইতিমধ্যেই বহু মানুষ দেখে ফেলেছেন মন ভালো করে দেওয়া অসাধারণ এই ভিডিও।
#Viral #অবশবসয #হতর #বল #দডয #পয #ধনক #ধর #বলন #ফটচছ #যবক #পরশসর #ঝড #সশযল #মডযয
Leave a Reply