1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
Viral : নিমেষেই আস্ত একটি বিষধর সাপকে গিলে খেলো ব্যাঙ! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও - Newshost24

September 27, 2023, 4:03 am

Viral : নিমেষেই আস্ত একটি বিষধর সাপকে গিলে খেলো ব্যাঙ! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

Viral : নিমেষেই আস্ত একটি বিষধর সাপকে গিলে খেলো ব্যাঙ! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

Viral : নিমেষেই আস্ত একটি বিষধর সাপকে গিলে খেলো ব্যাঙ! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও
Viral : নিমেষেই আস্ত একটি বিষধর সাপকে গিলে খেলো ব্যাঙ!

শিকারি ও যে মাঝে মধ্যে শিকার হন এ কথা সত্য! বনের মধ্যে শিকার করার কৌশল যেমন আছে ঠিক তেমনই উল্টে শিকারি কখন শিকার হয়ে যায় বোঝা মুশকিল। এর আগেও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওতে সাপেদের লড়াইয়ের মুহূর্ত হামেশাই ভাইরাল হয়েছিল। কিন্তু এবারের মুহুর্ত সবথেকে আলাদা ও লোম খাড়া করে দেওয়ার সামিল। এক কিং কোবরা শিকার করতে গিয়ে যে নিজেই শিকার হয়ে যাবেন তা এই ভাইরাল ভিডিওর মধ্যেই স্পষ্ট।

সাপেদের প্রিয় খাদ্য ব্যাং। তাই কিং কোবরা গভীর রাতে নিজের খিদে মেটানোর জন্য একটি ব্যাং খুঁজে পেয়েছিলো। তবে এ ব্যাং যে আর পাঁচটা ব্যাংয়ের মতো নয় তা বুঝতে অসুবিধা হয়নি। কিং কোবরা বাংটিকে আক্রমণ করলেই, ব্যাংটি নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে। লড়াইয়ের সেই চরম মুহুর্ত যদিও ভিডিওতে ভাইরাল হয়নি তবে কিং কোবরাকে ব্যাংয়ের মুখে দেখা গেছে।

সাপটি বাঁচার জন্য মরিয়া চেষ্টা চালাতে থাকে। তবে অপেক্ষাকৃত ব্যাংয়ের তুলনায় এই সাপটি ছোট। ব্যাঙের মুখের ভিতর থেকে মুখ বের করে নড়াচড়া করার চেষ্টা করছে এই সাপ। সেই কিং কোবারার অর্ধেক অংশটি ব্যাঙের ভিতরে, বাকি অংশটি সে বের করে রয়েছে। আসলে এই ধরণের ভয়ঙ্কর দৃশ্য আগে কোনোদিন দেখেনি সাধারণ মানুষ। তাই কয়েক সেকেন্ডের এই ভিডিও অজান্তেই ভাইরাল হয়ে উঠেছে।

ইনস্টাগ্রামে ‘animals_powers‘ নামের একাউন্ট থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত হাজার হাজার ভিউজ ছাড়িয়ে গেছে। যেমন সবাই বলেছেন এটাই পৃথিবীর আসল নিয়ম, তো আবার তেমনই বলেছেন অত্যাধিক সুন্দর ও ভয়ঙ্কর। একটা ব্যাং সাপকে মেরে খাচ্ছে এই দৃশ্য প্রচুর মানুষের কাছেই নতুন ধরণের অভিজ্ঞতা। তাই আপনিও দেখুন এই লোম খাড়া করে দেওয়া দৃশ্য আর কেমন লাগলো জানাতে ভুলবেন না।


#Viral #নমষই #আসত #একট #বষধর #সপক #গল #খল #বযঙ #ঝডর #বগ #ভইরল #ভডও

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews