September 26, 2023, 10:09 am
বাঙালি বৌদি মানেই কিন্তু মনে সৌন্দর্যের ঝড় তোলা এক অবিরাম স্মৃতি। শত শত ওয়েস্টার্ন ড্রেস থাকলেও শাড়িতেই কার্যত নারীকে ভালোলাগে। তাও আবার যদি সুন্দরী বৌদির লাস্যময়ী নাচ হয় তাহলে তো আর কোনো কথাই নেই। সুন্দর গানে দুর্দান্ত নাচের ভিডিও অনায়েসেই ভরিয়ে তোলে দর্শকদের মন। আর সেখান থেকেই সুন্দরী যুবতী কিংবা বৌদিদের নাচ দর্শকদের মধ্যে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে ওঠে। তাই আবারো ইনস্টাগ্রাম রীলসের মধ্যে দিয়ে ব্যাপক সুন্দরী বৌদির নাচ ভাইরাল হয়ে উঠেছে।
সুন্দরী সেই বৌদির নাম জয়া। ভিডিওর শুরুতেই, ঘরের মধ্যে দুর্দান্ত অঙ্গভঙ্গিতে নাচ শুরু করলেন তিনি। বৌদির পরনে কালো রঙের শিফন শাড়ি আর কালো ব্লাউজ। কপালে লাল রঙের টিপ, খোপা বাঁধা তার নাচের মধ্যে বারংবার নাভি উন্মুক্ত হচ্ছে, যা পুরুষদের মনে ঝড় তোলার জন্য যথেষ্ট। এমন লাস্যময়ী নাচ এর আগে দেখেছেন নাকি কেউ তাতে সন্দেহ আছে।
বিখ্যাত হিন্দি ‘শারারা শারারা’ গানের মাধ্যমে নাচ করেছেন সেই সুন্দরী বৌদি। গানের প্রতিটা কথার সাথে তার নাচ যেন আরও সুন্দর করে তুলেছে। তবে তার ফিগারের আগুনে কিন্তু এই ভিডিও হয়ে উঠেছে আরও দৃষ্টি সাপেক্ষ। এককথায় তার হট ডান্স মুভস ও এক্সপেশন ভিডিওটিকে করে তুলেছে আরও সুন্দর।
‘its_joya11‘ নামের ইনস্টাগ্রাম চ্যানেল থেকে আপলোড করা হয়েছে এই সুন্দর নাচের ভিডিও। এখনো পর্যন্ত ১ লক্ষ ৫ হাজারের বেশি ভিউজ ছাড়িয়ে গেছে। সবাই আবার কমেন্ট করেছেন অহরহ। কেউ লিখেছে -‘বিউটিফুল পারফরমেন্স’। আবার অন্য একজন লিখেছে -‘জাস্ট ফাটাফাটি, খুবই হট লাগছে তোমায়’। দেখুন এই দুর্দান্ত নাচের ভিডিও মন ভরিয়ে তুলবে আপনার অনায়েসেই।
#Viral #শরর #ফক #উনমকত #নভ #দরদনত #শরর #মচড #ঘরর #ভতর #উদদম #নচ #সনদর #বদর #ভইরল #ভডও
Leave a Reply