1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
Weather Report: ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে এই জেলাগুলি, কেমন থাকবে কলকাতার আবহাওয়া? দেখে নিন আপডেট - Newshost24

September 26, 2023, 8:03 am

News Headline :
এসএসসি পাসে চাকরি দিচ্ছে ব্র্যাক বিভিন্ন পদে নিয়োগ দেবে সিটি ব্যাংক নতুনদের চাকরি দিচ্ছে ইস্টার্ন ব্যাংক, কর্মস্থল ঢাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অফিসার পদে চাকরি ৫০ জনকে চাকরি দেবে আগোরা, যোগ্যতা এসএসসি পাস Duare Dalil: বাড়িতে বসেই মিলবে দলিল, রাজ্য সরকারের নয়া উদ্যোগ ‘দুয়ারে দলিল পরিষেবা’ Personality: হাঁটার ধরণ প্রকাশ করে ব্যক্তিত্ব, আপনি ব্যক্তিত্ব জানান দেয় আপনার হাঁটার ধরণ Chanakya niti for Woman: এই গুণসম্পন্ন মহিলারা স্বামীর জীবনে সৌভাগ্য আনে, গুণগুলি জেনে নিন Mamata Banerjee: দুবাই থেকে লগ্নি আনছেন মুখমন্ত্রী! বাংলায় বিনিয়োগ করবে বিখ্যাত লুলু গোষ্ঠী Bread pakora: কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন এই মুখরোচক, রেসিপি জেনে নিন

Weather Report: ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে এই জেলাগুলি, কেমন থাকবে কলকাতার আবহাওয়া? দেখে নিন আপডেট

Weather Report: ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে এই জেলাগুলি, কেমন থাকবে কলকাতার আবহাওয়া? দেখে নিন আপডেট

Weather Report: ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে এই জেলাগুলি, কেমন থাকবে কলকাতার আবহাওয়া? দেখে নিন আপডেট
Weather Report: ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে এই জেলাগুলি, কেমন থাকবে

Weather Update: বিগত কয়েকদিন ধরেই শহর কলকাতায় বেড়েছে বৃষ্টির পরিমাণ। বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। রবিবার সকাল থেকে মহানগরীতে দেখা মিলেছে রোদের। তবে বৃষ্টি যে চোখ রাঙাচ্ছে না এমনটা কিন্তু নয়। হাওয়া অফিস সূত্রে খবর, আজ রাজ্য জুড়ে আংশিক মেঘলা আকাশের দেখা পাওয়া যাবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বজায় থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি।

আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। অন্যদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী বেশ কয়েকদিন কলকাতা সহ শহরতলীতে দেখা মিলবে বৃষ্টির। এমনটাই জানা যাচ্ছে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলিতে। হালকা বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে।

Weather Report: ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে এই জেলাগুলি, কেমন থাকবে কলকাতার আবহাওয়া? দেখে নিন আপডেট

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও হালকা বৃষ্টির দেখা পাওয়া যেতে পারে উত্তর বঙ্গের প্রায় সব জেলাতেই। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আগামী দু তিন দিন উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা পাওয়া না গেলেও বইবে ঝোড়ো হাওয়া।

Weather Report: ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে এই জেলাগুলি, কেমন থাকবে কলকাতার আবহাওয়া? দেখে নিন আপডেট

অন্যদিকে শহরের তাপমাত্রায় হয়েছে হেরফের। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 94 শতাংশ। আলিপুরে গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 1.8 মিলিমিটার। দমদম এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে উত্তর শহরতলীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। দমদম এলাকায় গতকাল বিক্ষিপ্তভাবে হয়েছে বৃষ্টি। মোট বৃষ্টির পরিমাণ ছিল 17 মিলিমিটার।


#Weather #Report #ভর #বষটত #ভসত #চলছ #এই #জলগল #কমন #থকব #কলকতর #আবহওয #দখ #নন #আপডট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews