গাড়ির দুনিয়ায় একটি জনপ্রিয় নাম ইয়ামাহা। মনে করা হচ্ছে নব্বইয়ের দশকের জনপ্রিয় গাড়ি ইয়ামাহা আরএক্স১০০ নতুন অবতারে আসতে চলেছে। বাইকটি তার আকর্ষণীয় ফিচার্স ও শক্তিশালী ইঞ্জিন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করতে পারে বলে মনে করা হচ্ছে। গোটা বিশ্ব জুড়ে এই বাইকটির জনপ্রিয়তা আজও রয়ে গিয়েছে। তাই বাইকপ্রেমীদের কাছে এটি একটি উল্লেখযোগ্য বাইক।
ভারতে একসময় জনপ্রিয় বাইক হলেও এটি একটি সময় পর আর ভারতের বাজারে আসেনি৷ তবে ইয়ামাহা আরএক্স১০০ বাইকের নতুন ভার্সন আসতে পারে যা ফের পুরোনো উন্মাদনাকে জাগিয়ে তুলবে বলে মনে করা হচ্ছে। অনেকে মনে করছেন নতুন ভার্সনে থাকবে ১২৫ থেকে ১৫০ সিসি ইঞ্জিন যা বাইকটির দুর্দান্ত মাইলেজ দেবে।
একাধিক নতুন ফিচার্স যোগ করা হতে পারে বাইকে। ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, ডিজিটাল স্পিডোমিটার, ইউএসবি চার্জিং সাপোর্ট সহ একাধিক সুবিধা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। নতুন ভার্সন হিসেবে বাজারে আসছে তাই এটিতে চেহারার কিছুটা বদল হবে বলে আশা করা যায়।
এটিতে থাকতে পারে এলইডি টার্ন সিগন্যাল ল্যাম্প, এলইডি হেডলাইট, ডিআরএল, এলইডি টেইল লাইট সহ সমস্ত কিছু এলইডি ব্যবহার হতে পারে। বাইকটির দাম কত হতে পারে সে বিষয়ে স্পষ্টত কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে একাধিক ফিচার্স ও স্পেসিফিকেশন নিয়ে হাজির হওয়া এই বাইকের দাম হতে পারে ১.৫০ লক্ষ টাকা। আগামী ২০২৬ সালে এটি বাজারে আসতে পারে।
Leave a Reply